ভাল আল ইমরান, ভালই... তবে দর্শনতত্বের ফোড়নে যে পরিবেশনা তোমার প্রথম ভাবনায়, তার সাপেক্ষে প্রত্যাশা বেড়ে গিয়েছে বলেই বোধহয় ঠিক ঐ পর্যায়ে পৌঁচচ্ছি না। চিন্তা কোরনা, হঠাত্ই কখনো লিখে ফেলবে হয়তো্। আসলে কি জান, অলৌকিক আলো কখনো-কখনো দেখা যায়... যেমন তুমি দেখেছিলে।
3 comments:
ভাল আল ইমরান, ভালই... তবে দর্শনতত্বের ফোড়নে যে পরিবেশনা তোমার প্রথম ভাবনায়, তার সাপেক্ষে প্রত্যাশা বেড়ে গিয়েছে বলেই বোধহয় ঠিক ঐ পর্যায়ে পৌঁচচ্ছি না। চিন্তা কোরনা, হঠাত্ই কখনো লিখে ফেলবে হয়তো্। আসলে কি জান, অলৌকিক আলো কখনো-কখনো দেখা যায়... যেমন তুমি দেখেছিলে।
এটা ঠিক দিদি। ভাবনা সবসময় একরকম হয় না। হঠাৎ হয়তো আবার এমন কোন ভাবনা চলে আসবে।
চারটে লাইন জুড়ে পরপর এই অন্ত্যমিলটা কেমন লাগল যেন্। বক্তব্য ঠিকঠাক্।
Post a Comment