Friday 25 March 2016

পন্ডিচেরি

13th. Oct. 2015-য় গিয়েছিলাম পন্ডিচেরী, কন্যাকুমারী, উটি, মুদুমালাই, বান্দিপুর, মহীশুর হয়ে চেন্নাই। লম্বা সফর| ওখান থেকে FB-তে পাঠিয়েছিলাম এই ছবি ও লেখা  যা আজ 25শে মার্চ আদরের মনফসল-এ রাখছি|


মঞ্জুশ্রী রায়চৌধুরী
এখন আমি পন্ডিচেরির বীচে বসে লিখছি। এইমাত্র অরবিন্দ আশ্রম থেকে meditation সেরে এখানে এসে বসেছি। সমুদ্রজল নাক অবধি ছুটে আসতে চাইছে। ঢেউ ভাঙ্গার শব্দ, লোনা গন্ধ, সোঁদা হাওয়া, অমাবস্যাতিথি... সব মিলিয়ে এক অনিত্য সত্য চোখের ওপর মনের ওপর তার আধিপত্য কায়েম করছে আর অন্যকে শোনানোর ছলে আমি ক্রমশ গ্রস্থ হচ্ছি, হাত ধরছি প্রকৃতির।





No comments: