একদম যথার্থ বলেছেন। আজকাল যার মেয়ে আছে সেই লাভবান, মেয়ের ঘুড়ি উড়িয়ে অন্যের ছেলে লটকে আনেন। আর নিজের ছেলে? ভোকাট্টা, অন্যের এ্যান্টেনায় চেত্তা খেয়ে লটকে থাকে। একশো শতাংশ না হলেও অন্ততঃ নব্বইভাগ তো বটেই। আমার এই মনোভাবের ভেতরের কথাটা জানতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করে। আগেও হয়তো এমন ছিল তবে পরিমাণ বোধহয় এতটা ছিলনা। আজ ডিভোর্সও যেমন আকছার, আত্মসম্মান খোয়ানো ছেলেদের এই আচরণও তেমন আকছার। কেন এমন, কি মনে হয় আপনার? না, সঞ্জীব চাটুজ্যের ঐ খেলা-খেলা বলা নয়, সিরিয়াসলি জানতে চাই। কেননা এটা সমস্যা, এটা একটা আধাখেঁচড়া ব্যক্তিত্বের পরিচয়, যা ছেলেরা বুঝতেই পারেনা।
দেখো তোমরা নিজেরা বলো নারীর সমান অধিকার চাই অথচ তুমি নিজে নারী হয়ে ছেলের আইবুড়ো ভাতের ছবিটাই তোমার মনে এলো, আমি কিন্তু দুজনের কথায় লিখেছি তাই দুজনের ছোবিই দিলাম।
ভুল। আপনার লেখায় শিরোনামে 'আইবুড়োভাত' থাকলেও কন্টেন্ট কিন্তু অন্য ইনফর্মেশন দিচ্ছে অথবা আপনার লেখা থেকে আমি আমার পছন্দ মত সাবেজেক্টকেই খুঁজে নিচ্ছি ও তার সঙ্গেই রিলেট করছি। স্বাভাবিক ভাবেই তাই সে সংক্রান্ত ছবিই দিয়েছিলাম। মন্তব্যের মধ্যে দিয়ে আমি আমার মনোভঙ্গীর পরিচয় রেখেছিলাম দাদা- সেজন্যই ছবি ছিল একটি ছেলের। তাছাড়া নেট ঘেঁটে ঐ একপীসই জুটেছিল... এ কথাটাও সত্যি।
3 comments:
একদম যথার্থ বলেছেন। আজকাল যার মেয়ে আছে সেই লাভবান, মেয়ের ঘুড়ি উড়িয়ে অন্যের ছেলে লটকে আনেন। আর নিজের ছেলে? ভোকাট্টা, অন্যের এ্যান্টেনায় চেত্তা খেয়ে লটকে থাকে। একশো শতাংশ না হলেও অন্ততঃ নব্বইভাগ তো বটেই। আমার এই মনোভাবের ভেতরের কথাটা জানতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করে। আগেও হয়তো এমন ছিল তবে পরিমাণ বোধহয় এতটা ছিলনা। আজ ডিভোর্সও যেমন আকছার, আত্মসম্মান খোয়ানো ছেলেদের এই আচরণও তেমন আকছার। কেন এমন, কি মনে হয় আপনার? না, সঞ্জীব চাটুজ্যের ঐ খেলা-খেলা বলা নয়, সিরিয়াসলি জানতে চাই। কেননা এটা সমস্যা, এটা একটা আধাখেঁচড়া ব্যক্তিত্বের পরিচয়, যা ছেলেরা বুঝতেই পারেনা।
দেখো তোমরা নিজেরা বলো নারীর সমান অধিকার চাই অথচ তুমি নিজে নারী হয়ে ছেলের আইবুড়ো ভাতের ছবিটাই তোমার মনে এলো, আমি কিন্তু দুজনের কথায় লিখেছি তাই দুজনের ছোবিই দিলাম।
ভুল। আপনার লেখায় শিরোনামে 'আইবুড়োভাত' থাকলেও কন্টেন্ট কিন্তু অন্য ইনফর্মেশন দিচ্ছে অথবা আপনার লেখা থেকে আমি আমার পছন্দ মত সাবেজেক্টকেই খুঁজে নিচ্ছি ও তার সঙ্গেই রিলেট করছি। স্বাভাবিক ভাবেই তাই সে সংক্রান্ত ছবিই দিয়েছিলাম। মন্তব্যের মধ্যে দিয়ে আমি আমার মনোভঙ্গীর পরিচয় রেখেছিলাম দাদা- সেজন্যই ছবি ছিল একটি ছেলের। তাছাড়া নেট ঘেঁটে ঐ একপীসই জুটেছিল... এ কথাটাও সত্যি।
Post a Comment