Thursday 2 February 2012

ছোট্ট ভাবনা - ১৬



মাথার ভিতর গিজগিজ করে শ্রোডিঙ্গারের ভুল
পরে থাকে খাতার ভাঁজে চ্যাপ্টা গোলাপ ফুল।

4 comments:

Unknown said...

এটা যে বুঝলাম না আল ইমরান- 'শ্রোডিঙ্গার'কি?

আল ইমরান said...

শ্রোডিঙ্গার কোয়ান্টাম ফিজিক্স এর একজন বিজ্ঞানী। তাকে কোয়ান্টাম ফিজিক্স এর জনক বলা হয়। উনার বিখ্যাত একটি সমীকরণ রয়েছে। আমি যেহেতু ফিজিক্স এর ছাত্র, তাই এখানে বুঝাতে চেয়েছি যে, কোয়ান্টাম ফিজিক্স মাথার ভেতর এতো বেশি ঝেকে ধরেছে যে, ভুলে যাচ্ছি প্রিয়তমার কথাও।

মঞ্জুশ্রী রাযচৌধুরী said...

বাহ, বাহ্ তাই যদি হয় তো খুব ভাল, কিন্তু 'শ্রোডি্ঙ্গারের ভুল' কেন? এটা যে ক্লিয়ার হল না।

আল ইমরান said...

স্রোডিঙ্গার সমীকরণে পরিপূর্ণতা আনার জন্য আরও কিছু সমীকরণ যোগ করতে হয়, এবং সেগুলো নিয়েই পড়তে বেশি ভেজাল লাগে। তাই সেই সমীকরণগুলোকেই স্রোডিঙ্গারের ভুল রুপে আখ্যায়িত করেছি।