
সেদিন কে যেন বলল আমায়, জানো তুমি, বেদনার রং যে নীল? আমি
বললাম, তাই নাকি!! দেখিনিতো কখনও। সে বলল, দেখার জন্য কষ্ট পেতে হয়। ভাবলাম আমি, তাইতো, তবে কি কষ্ট পাইনি এ যাবত?? ভাবনার খাতা খুলে ভাবতে বসলাম আমি। স্মৃতির অধ্যায় হাতড়ে- হাতড়ে, উল্টে
পাল্টে দেখলাম, কই, এখানে
তো অনেক কষ্ট জমা আছে। ছোটবেলায়
বায়না ধরেছিলাম, আমায় একটা সাইকেল কিনে দিতে হবে। রোজই বাবার কাছে
বায়না ধরতাম। বাবা
কিনে দেয়নি
আমায়। কেন দেয়নি, তখন বুঝিনি, বুঝিনি বাবার মনের সেই গোপন কথা। শুধু
ভাবতাম বাবাটা খুব পচা। বাবা
বলত, যেদিন তুই বাবা হবি, সেদিন বুঝবি। আজ
আমার মেয়ের বায়না, একটা
সাইকেলের, ইচ্ছে করে কিনে দিতে, আবার এক অজানা ভয় এসে ভর করে মনে, হয়ত বাবার মনেও এই ভয়ই ছিল। আরেকটু যখন বড় হলাম, খুব শখ হল, একটা মোটর সাইকেল কিনব। আবারও বায়না বাবার কাছে, বাবা মোটর সাইকেল কিনে দেননি। খুব কষ্ট পেয়েছিলাম। আরও বায়না ছিল একটা
কম্পিউটারের। অনেকটা দিন বাবার কানের কাছে ঘ্যান ঘ্যান করছিলাম। বাবার শুধু একটাই কথা ছিল, বাজান, তুমি আরেকটু বড় হও। হঠাৎ একদিন আমার বায়নার প্রথম অর্জন কম্পিউটার পেলাম হাতে। যতগুলো কষ্ট আগের জমা
ছিল মনে। সেগুলোকে
এই আনন্দের সাথে
যোগ বিয়োগ গুন ভাগ করে নিঃশেষ করে দিয়েছিলাম সেদিন। এরপর যখন দেখতাম, বন্ধুরা অনেক বান্ধবী নিয়ে ঘুরে বেড়ায়, খুব একা একা লাগত, খুব কষ্টও
লাগত। হঠাৎ একদিন পেয়ে গেলাম আমার প্রিয়তমাকে। ওর সাথে পাড়ি দেওয়া দীর্ঘ পথ পরিক্রমায়, কট পাওয়া না পাওয়ার কষ্ট জড়িত, তা বলে পাতা ভারী করতে চাই না। শুধু বলি, 'প্রেমের নাম বেদনা' এটা সঙ্গত কারনেই বলে মানুষ। একদিন আচমকা জানলাম যে আমি বাবা হতে যাচ্ছি, পুরনো সব ব্যাথা গুলোতে সেদিন মলম দিয়ে সারিয়ে তুলেছিলাম। যেদিন আমার ছোট্ট
তারা এই পৃথিবীতে এলো, সেদিন আমি পুরনো কোন কষ্ট আর মনে করতে পারছিলাম না। আজও অনেক পাওয়া না পাওয়া জুড়ে রয়েছে জীবনে। অনেক কষ্টও আছে। কিন্তু কেন তবে আমি
কষ্টের নীল
রং দেখলাম না!!! ভাবতে ভাবতে ভাবতে একটু তন্দ্রা চলে এলো। ঘুমের ঘোরে দেখলাম এক আজব দুঃস্বপ্ন। ঘেমে নেয়ে একাকার হয়ে, জেগে উঠলাম। হঠাৎ ই বুঝতে পারলাম, কেন আমি কষ্টের রং দেখিনি!! লিখতে বসলাম, লিখতে লিখতে আরও স্পষ্ট হতে থাকল কারণটা। বুঝতে পারলাম যে না পাওয়ার
কষ্টের চেয়ে পাওয়ার আনন্দের
ক্ষমতা অনেক বেশি। তাই
কষ্টের নীল আমার চোখে ধরা দেয়ার সুযোগ পায়নি। অজান্তেই
বেরিয়ে এলো দুটি লাইন,
টক হোক আর ঝাল হোক, জীবনের এই টেস্ট
বেঁচে আছি আজ থাকবও বেঁচে, লাইফ অল দ্য বেষ্ট
টক হোক আর ঝাল হোক, জীবনের এই টেস্ট
বেঁচে আছি আজ থাকবও বেঁচে, লাইফ অল দ্য বেষ্ট
4 comments:
বলতে বলতে ও বলতে পারলেন না এটুকু বেশ বুঝলাম।
*পাক্কা বলেছ হিমাদ্রী। সেই বলাটা যেদিন বলা হবে, সেদিন নীল রঙ আর বেদনার নয় আনন্দ হয়ে আসবে। দ্বিধামুক্ত উল্লসিত উদ্ভাস নিয়ে সমুদ্রের ঠেউ বোধহয় এ'কারণেই এত নীল- দিলখোলা বলেই...
*আল ইমরান, তোমার বক্তব্য বুঝলাম। জীবনের দিকে ইতিবাচক চোখে দেখাটাকেও গ্রহণ করলাম।
ধন্যবাদ দাদা।
আপনাকেও অনেক ধন্যবাদ দিদি।
Post a Comment