মতামত

ক'দিন ধরে খেটেখুটে তো ব্লগটা করলাম। এখন সকলের ভাল লাগলে ও লেখালিখি করলে ভাল লাগবে আরো.... কষ্ট করে করা খাটনীটা তখন সার্থক মনে হবে।  

মঞ্জুশ্রী রায়চৌধুরী 15.04.11

31 comments:

তিতাস বেরা said...

লাল রঙটা বড্ড চোখে লাগছে গো। গল্প কবিতা আঁকিবুকি ইত্যাদি ট্যাগ গুলো চোখে পড়ছে না প্রায়।

Unknown said...

বেশ,বেশ,.... চেঞ্জ করেছি, এবার বল। তবে আর সবার মত আমি এই পাতাকে স্ট্যাটিক রাখব না.... বদলাতে-বদলাতে যাব।

Anonymous said...

bah bash bhalo baniecho to ei blog ta. koekta lekha porchilam. tar modhe purnapragya golpo ta ageo porechilam saptahik bartaman e.ota amar khub bhalo legechilo.......tomar ei blog bananor attempt ta aro bhalo laglo......
suchetana

Anonymous said...

achha home page er ei chobi ta kothay tola?
suchetana

Unknown said...

ওরে সুচেতনা, তুই খুঁজে নিয়ে এই যে এসেছিস্, আমি তা'তেই ধন্য। তবে এটা সবার জন্য..... যা মনে আসে তুইও লিখতে পারিস। এজন্য তুই কন্ট্রিবিউটার হ, ফলোয়ার হ... এ্যানোনিমাস থাকিস না। তোর মেল আইডিটা পেলে আমি নাহয় রিকোয়েস্ট পাঠাতে পারি। দিবি?

Anonymous said...

sure.......amar mail id suchetana01@gmail.com
othoba suchetana@ymail.com....j kono ta tei pathate paro
suchetana

Unknown said...

সুচেতনা তুই এমন আননেমড হয়ে আরো কতদিন? এই ব্লগের ফলোয়ার হয়ে যা ও নিজের নামে মন্তব্য কর.... লেখা রাখ। ঠিক আছে? এমনি Anonymous দেখতে মোটেই ভাল্লাগছে
না। আর মন্তব্যঘরের লেখা খুবই ছোট ফুটছে ঠিকই, কিন্তু বাকী পোস্টপত্র বড় হরফে রাখছি তো...দেখা যাচ্ছে না? জানাস্ তো। আর যদি বড় করে নিয়ে পড়তে হয়, তবে ctrl ++ টিপে নিজের প্রয়োজন মাফিক লেখা বড় করে নিতে পারিস।

riddhyg said...

jaa obari te dekh lam tai dekhchi lekha gulo boro boro ascche

Rumpa said...

desh er lekha ta porlam ....pore mone holo amar jiboner agoto future tar kichu hole o dekte pelam...emni te amar ei somay er bachha der ke onek durer bole mone hoy...tara ekdike jamon jane onek kichu abar janeo na onek dik...je gulo jane se gulo ke selam na kore upay nai but na janar maje je chelebelata kei jane na se ta ke ki kore janabo seta amar o jana nai... tader ke janate jonaki bole ekta poka chilo, tader bolte chai pujo mane shopping mall e giye shudhu i dami dami jinis kena noy sekhane shiuly phuler gangho ache....
galpo ta jano kothay bole galo ekta din emon asbe kau r boro hote chaibe na phire jete chaibe sai rokom kono dine jake amar chele bela boli....

bhalo laglo didi lekha ta....

মঞ্জুশ্রী রাযচৌধুরী said...

Asonkhya dhanybad Rumpa tumi emon kore bolle bole. Tomar comment-i bole dichchhe tumi asambhab aantorik ekta dristikone theke byaparta bujhte cheyechho.

Pichhu phire nijer shaishab-er paase ekhonkar shaishab amar kachhe baro kastodayak Rumpa. Tomaye peye khub bhalo laaglo. Net-e porte asubidhe hoyni to?

Tabe tomar matamat oi story-r nichei likhte parte.... Total ei blog related comment sadharanoto ekhane sabai rakhe.

নীল said...

যা তোমার খোঁজ পাওয়া গেল দিদি । অনেকদিন ধরে খুঁজছিলাম। তিতাসের দেওয়া লিঙ্ক থেকে পেলাম। আজ প্রথম আগে পড়ি তো।
কিন্তু প্রথমে ছবি যেটা দিয়েছো সেটা বেশ বড়। যারা 800X600 রেজুলিউসান ব্যবহার করে তাদের বারবার বাঁদিক ডানদিক করে পড়তে হবে।
...ও হ্যাঁ আমি লোটাকম্বলের নীল আশা করি ভুলে যাওনি।

Unknown said...

নীল, নীল, নীল, তোমায় পেয়ে আমি উত্তেজিত নীল। তোমাদের মত দক্ষ তরুণদের কাছে প্রশংসা পেলে খুশীর থেকে একটু লজ্জাই লাগে।
আচ্ছা, ছবিটা আমার স্ক্রিনে তো একসাইডের একটুখানিতে ঘাপটি মেরে আছে। তোমার মনিটরে কেমন দেখলে গো!!!!!!! তোমাদের মত অতশত বুঝলে তো বয়েই গেছিল......

Unknown said...

দাদা, আমারও একই অবস্থা.... মানে আমার অন্য আই.ডি(রায়চৌধুরী মঞ্জুশ্রী)থেকে আমি নিজেও ঢুকতে পারছি না। মানে কমেন্ট করছি কিন্তু পোস্ট দেবার অপশন পাচ্ছিনা। তবে যারা ফলোয়ার আছে, তাদেরই কেউ-কেউ যারা এই ব্লগেকন্ট্রিবিউটার হিসেবেও আছে, আমি দেখছি শুধু তারাই পোস্ট দিতে পারছে। আমি যা জানি, তা'তে প্রথমে প্রত্যেককে একটা নিজস্ব ব্লগ খুলতে হয়, তারপর বোধহয় নিজের ব্লগের প্রোফাইলে গিয়ে এ্যাড ব্লগস, কন্ট্রিবিউটার ইত্যাদি উপায়ে টিম মেম্বার হতে হয়। যারা পোস্ট দিতে পেরেছেন, দেখি তাদের জিজ্ঞাসা করে যদি রাস্তা পাই.... আমিও খোঁজে আছি। কেননা অনেকেই একই প্রবলেম জানাচ্ছেন।

আল ইমরান said...

সেই কখন থেকে একাই বকবক করে যাচ্ছি।

আল ইমরান said...

"৯৫৭" আর মাত্র ৪৩ বার দেখা হলেই ১০০০ হয়ে যাবে। কি খাওয়াবে দিদি, মিষ্টি না দই?

আল ইমরান said...

"৯৮৭" এইতো আর মাত্র ১৩ বার বাকি...

আল ইমরান said...

দেখতে দেখতে ***********১০০০**********
কোথায় দিদি, সুসংবাদ দিলাম মিষ্টি কই।

আল ইমরান said...

ব্যানার এর ছবিটা পরিবর্তন কর দিদি। কেমন যেন লাগছে।

chandan roy choudhury said...

বুলবুল, তোমার মনফসলে যে ধরণের স্টান্ডার্ড লেখা পড়লাম, তাতে কিছুদিনের মধ্যেই তুমি এখানের কয়েকটা লেখাপত্র নিয়ে অনায়াসেই প্রিন্ট মিডিয়ায় ঝাঁপাতে পারো। আন্তরিক ভাবে চাই এই মনফসল ক্রমশঃ আরো উন্নতি করুক।

imaginelayers said...

didi , tomake paoa gelo tahole? amio ekhane jog dilam aaj theke
------bimbisar

Unknown said...

না বিম্বিসার, এটা যোগ দেওয়া নয়.. শুধু মন্তব্যে থাকো তা চাইনা। তোমাকে একজন অথার হিসেবে এখানে দেখতে চাই। আর কিছু না, সেজন্য তোমার ই-মেল আই.ডি-টা আমায় পেতে হবে, যাতে ইনভিটেশন পাঠাতে পারি। ওটা এ্যাকসেপ্ট করলে তবেই...

Anonymous said...

non sense premer golpo dharabahik bhabe orchhi aar bhalo lagchhe protiti parbo. Kebol naam-tai nonsense kintu matter adau non-sense no-y. amar khuboi bhalo legechhe.
from --- mrinalkanti

Anonymous said...

desh-e prokashito aaj golpoti besh lengthy, bhebechilam ektu ektu kore pore nebo. Kintu ek nishhasei pore nite holo, chharte parchhilam na. khub saboleel sundor lekha. erokom aro golpo chaai creative.
Mrinalkanti

Unknown said...

দাদা, তোমাকে পেয়ে কি যে খুশী হলাম... রিন্তু এ'রকম আলগোছে বুড়ি ছুঁয়ে চলে যাওয়ায় মোটেই খুশী হইনি। এখুনি তোমার মেল-এ ইনভিটেশন পাঠাচ্ছি, তুমি এ্যাকসেপ্ট করো ও নিজের ব্লগে যেসব দারুণ-দারুণ লেখা রাখো, তার একটা দু'টো এখানে দাও। ইনভিটেশন এ্যকসেপ্ট করলে তবেই পোস্ট দিতে পারবে। নয়তো এভাবেই এই আড়ো-আড়ো ছাড়ো-ছাড়ো.... যা আমার মোটেই ভাল লাগছে না। ঠিক আছে?

তুমি কিন্তু এখানে আসতে অনেক সময় নিলে.... এরপর থেকে আর এত দেরী কোরনা। গল্পটা তোমার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল। তুমি তো সর্বভুক, প্লীজ অন্য লেখাপত্রও পড়।

Anonymous said...

ebar theke ami regular ei blog porbo just like newspaper abong time to time comment korbo.
from mrinal

suchetana said...

mam onek din por tomar blog e elam.......majhkhane kodin ja gelo amar album niye....jai hok kmon acho bolo? amar album release er din tumi kintu ele na..mone thaklo....monfosole prochur notun lekha dekhchi.ak ak kore pore nebo....btw contributor er list e amar naam dekhache na keno? ami to tomar pathano mail ta accept korechilam.

Unknown said...

শোনো, শোনো সুকন্ঠী, আমি তোমার এ্যালবাম রিলিজের দিন যেতে পারিনা, তার খবর আছে আমার পেটে (মানে বুঝে নাও)। আর কন্ট্রিবিউটারে যে মানুষটা unknown, সেটাই বাছা তুমি। ওখানে ক্লিক করলে তার হদিশ পাবে- আমি যেভাবে পেয়েছি। কিজানি, আমি ভাবলাম নাম দিতে হয়তো আপত্তি ছিল, তাই....

কি পদ্ধতিতে এ্যাকসেপ্ট করেছ, তা একবার খুঁজে নাও মেয়ে ও এডিট করে নাম দাও। তাও অক্ষম হলে নাহয় আবার ইনভিটেশন দেব ও এটাকে ওড়াবো। ঠিক আছে?

এ্যায় শাওনের গানগুলো এফ.এমে বাজছে নাকি? কোন্ স্লটে? আচ্ছা, এখানে একটা গান তো প্রোমো হিসেবে রাখাই যায়, তাই না?

আর লেখা এখানে দিতেই হবে, তবে যদি তোমার আসাটা কিছু রেগুলার হয়।

suchetana said...

ha ha ha.... ami unknown ki kore hoye gelam? darao dekhchi ki kore 'known' hoa jay....'aye sawan' akhono FM e bajeni....chesta chalachi. dekha jak....ekhane gaan upload ki kore kora jay?

Unknown said...

সুচেতনা- কোন অসুবিধে নেই। মনফসলে লগ ইন করে 'নিউ পোস্টে' ক্লিক করতে হবে। এবার পোস্ট রাখার উইন্ডো খুললে লিংক বলে যে অপশন, তাতে ক্লিক করে ইউ টিউবে বা যেখানে গানটা রাখা আছে, সেখানের ইউ.আর.এল টা কপি-পেস্ট করে বসিয়ে দিলেই হল। তার সঙ্গে ঐ বক্সের মধ্যে কিছু লেখাও দেওয়া যায়।

Himadrisekhar said...

হ্যালো মঞ্জুদি, অনেক দিন পরে তোমার লেখা, তাও আবার আনন্দ বাজারে "ওয়ান স্টপে" পড়লাম। পড়ে ভালো লেগেছে, তবে লেখার ধরন বদলেছো নিশ্চিত। হয়তো পার্টিকুলার ভ্রমণ কাহিনীর জন্যে এমনটা দরকার ছিলো। তোমার ব্লগে আমার দু একটা লেখা বেরোলে নিজেকে ভাগ্যশালী মনে হবে। যদি কখনও ব্লগ সমগ্র/ নির্বাচিত ব্লগ ছেপে বের করতে চাও, আমায় কি মনে রাখবে? আমার কোন লেখা কি সেই নির্বাচনে আসতে পাবে ? একটু ভেবে রেখো।
একটা কথা জানতে চাই, তোমার এই ওয়ান স্টপ-এ লেখাটা কি ই-মেইলে পাঠিয়েছিলে, না'কি হাতে লিখে ? আমার একটা লেখা পাঠানোর মন হচ্ছে, যদিও জানি সিলেক্টেড হবার চান্স ১০০-এর মধ্যে এক। তবুও, জানিও।

Unknown said...

প্রিয় হিমাদ্রীভাই, সেই যে নিজের লেখাটা দিয়ে অগস্ত্য-যাত্রায় গেলে, এলে কিনা ফের এই... তাও আবার 'চানঘরে গান@চিতওয়ান'-এর পাতায় না লিখে লিখলে এখানে। যা হোক্ বাপু, এই যে বললে মঞ্জুশ্রী আপাততঃ তা'তেই ধন্য। এবার তোমার প্রশ্নের উত্তর। হ্যাঁ, আমি লেখাটা মেল করে পাঠিয়েছিমান... ছবিপত্রসহ। তুমি যদি চাও তো তোমার মেল ঠিকানায় মেল আই-ডি ও ফোন নং পাঠাচ্ছি। তবে কিনা এই ফাঁকে আমার কথা বলেনি। কথা দিতে হবে যে মনফসল-এ লেখা ফেলেই পালাবে না, যোগাযোগ রাখবে আর অন্যের লেখা পড়বে... বলবে... ঠিক হ্যায়?

অবস্থা বুঝে কেমন ব্যবস্থাটা নিলাম হিমাদ্রী? কিছু তো বলো...

তোমার মেলঘর চেক করো। আমি অনেককেই আই.ডিটা দিয়েছি- যাদের তুমিও চেনো। হঠাত্ই এমন করে আরো কারুকে আনন্দবাজারে প্রকাশিত হতে দেখে তখন চমকে যেতেও পারো।

প্রসঙ্গতঃ বলি, আমার লেখা 'দেশ' 'সাপ্তাহিক বর্তমান' 'তথ্যকেন্দ্র' বা 'নিউজ বাংলা' তেও ইতিমধ্যে বেড়িয়েছে। কিছুকিছু তার এই ঘরেতেই আছে। মাঝেসাঝে একটু ঘুরেফিরে দেখো।