আড্ডা

ওরে ভুচু,  ওপরে তোমার কম্প্যু-স্টুডেন্ট দেবাশীষের ছবি লাগিয়েছি..... কেমন লাগছে রে? আর আমার প্রোফাইল পিকচারটাও বদল করেছি, এটা তোমারই তোলা 'মোহিত-মঞ্চে'র ছবি। ঠিক লাগছে? না লাগলে বল.... বদলে দেব। এই লেখাটা 21  তারিখে সন্ধ্যেয় লিখেছিলাম আর আজ ফের তোমাকে লিখতে গিয়ে ওটা বারোটা বাজিয়েছি.... তাই ফের।


এবার আজকের লেখা..... 

আজ তিনদিন হল, তুমি দেখছ না বা দেখেও লিখছ নামেন পেজের ছবি তাই সরাতে পারছি না ভুচু... যা বলতে চাই তা তোমার কান অবধি না পৌঁছন অবধি শান্তি নেইকবে যে আসবি.... কবে যে অন্য কেউ আসবে....
 

এই ঘরটার কাজ-কারবারও আমি ঠিক বুঝে উঠছি নাআড্ডাটা কি সত্যি দেওয়া যাবে? কম্প্যুফান্ডায় দড় তুমিই যদি না একটু কৃপা চোখে চাও তো আমি কি করে যে সব বুঝি.... 

আমি আজ দুপুরে আছি, যদি এটা পড়ে থাকো..... এসো।

24.04.11 সকাল সাড়ে-ন'টা
 

21 comments:

riddhyg said...

mummum ki korcho

Unknown said...

এই তো পেয়েছি তোকে..... ওপরের লেখাটার উত্তর দে ভুচুকুলু....
টাইমটা বড্ড উল্টোপাল্টা দিচ্ছে জানিস.... কি করি বলতো? ম্যানুয়ালিই চালাব? দুপুর 3টে13

riddhyg said...

hehe

Unknown said...

বল... আমি বলেছিলাম কিনা.... যে আড্ডা দেওয়া যাবে।

Unknown said...

তুই তোর গাড়ির পোস্টই নাহয় রাখ এখানে.... আর কত চাইব? মুখে ব্যথা হয়ে গেল তো।

riddhyg said...

right
accha phonetics-e ki kore likhbo

riddhyg said...

ok post korchi wait

Unknown said...

তবু ভাল... কিছু তো বুঝলাম। তোর আঁকাও দিতে পারিস... কই গেলি, চুপ কেন? সত্যি বাপু, একদম কথা চালাতে পারিস না.... কম্প্যুতে খালি মন দিয়ে খেলতে পারিস- তাই না?

riddhyg said...

ok.accha phonetics-e ki kore likhbo

Unknown said...

তোর তো অভ্র কীবোর্ড আছে, ওখানে select keybrd layout দিয়ে Avro phonetic select কোরে নিয়ে যেভাবে লিখছিস্ লিখে যা ও চমত্কার দেখ।

riddhyg said...

ওকে তুমি আজ্জ এ-বারি আসবে তো

Unknown said...

আচ্ছা k12 দিয়েও তো মোড চেঞ্জ করা যায়.... তাই না? একবার দেখতো। নাহয় খচটতপ আসবে.... তো কি হল, শেখা যাবে।

Unknown said...

দারুণ, দারুণ.... সঙ্গে সঙ্গে এ্যাকশান.... ওফ্.....এই জন্যই তুমি আমার ভুচুকুলু.... শ্রেষ্ঠ্র কম্প্যু-ফান্ডাদার।

Unknown said...

থ্যাঙ্কু ম্যাঙ্কু পরকে বোলো ভুচু, মোরকে নয়..... নিজেকে দূরের-দূরের লাগে। আচ্ছা, কাল স্বপ্ন যা দেখেছিস, সেটা লিখে ফেলনা আর তোর বন্ধুদেরও এখানে জয়েন করতে বল। ঠিক আছে? গুছিয়ে বেশ গপ্প করতে পারবি। এখুনি মনখেয়ালে নাহয় একটা গাড়ির পোস্টই দে।

আল ইমরান said...

এই বিভাগটা কেমন খালি পড়ে আছে কেন??

কি ধরনের লেখা পোস্ট দেয়া যায় বল দেকিনি??

Unknown said...

এ পাতাটা খালি, কেননা যা করতে চেয়েছিবাম, তা করে উঠতে পারিনি। চেয়েছিলাম একসঙ্গে ক'জনে উপস্থিত থাকলে গপ্পগাছা বা আড্ডা দেওয়া যাবে। কিন্তু কে যে কখন আসে বা যায় তা বুঝিনা মানে বোঝবার ব্যবস্থা করে উঠতে পারিনি। তই আড্ডাটাও বাকী পড়ে থাকছে... এই আর কি।

suchetana said...

mam kmon acho? 1st jan picnic er chhobigulo blog e post korcho kobe? orkut ba facebook eo parle dio. amar kacheo bes koekta bhalo photo ache.pathiye debo. fatafati enjoy korlam sedin..sotti sotti.tai sediner addar feedback ta tomar ei addar ghorei dite elam..
achha sedin ses belay sobbaike surprise diye amay diye cake katabar planta kar chilo bolo to?

Unknown said...

ওমা, এটা আবার প্রশ্ন হল? আমার, আমার আবার কার? কে বা জানত সুচেতনা সেদিনই প্রথম চেতন-পথে বেড়াতে বেরিয়েছিল!!!!!

আর পার্থকে আমার দুর্দান্ত লেগেছে। মাপা হাসি মাপা কথায় থেকেও ঊষ্ণতায় অসীম। এমন সুবোধ মানুষের কাছাকাছিই যে 'সাফল্য' ঘোরাঘোরা করে, তা বেশ বুঝেছি।

suchetana said...

subodh? partha???? ha ha ha ....jak tomader ok bhalo legeche jene amaro besh bhalo laglo....onek din por tomar blog e elam..onek notun post dekhchi. sob ake ake pore nebo. tomar 'takki tore takka' te comment diyechi dekho....

Unknown said...

ব্যাপারটা কি সুচেতনা... লেটে এসে কিনা 'এ্যায় শাওন' জনপ্রিয়তায় পাঁচের পরে!!!!! ডানদিক কলামের Popular Posts দেখেছ? আমরা সেই কবে থেকে ফিল্ডিং খাটছি আর... না, এ মেটেই ঠিক না...

suchetana said...

ম্যাম অভ্র কীবোর্ড install করলাম। এখন বাংলা পড়তে আর কোনও অসুবিধে হচ্ছে না। এইবারে বাংলার বন্যা বইয়ে দেব।