দিদি এর মধ্যে মনফসল এর ফ্ল্যাগ হিসেবে কোন একটা কি ভালো লাগে ? না লাগলে পোস্টটা মুছে ফেলুন। আমি অত চিন্তা করে তৈরি করিনি। শুধু আপনাকে দেখানোর জন্যই পোস্ট করেছি। ![]() |
মনফসল ফ্লাগ ১ |
![]() |
মনফসল ফ্লাগ ২ |
![]() |
মনফসল ফ্লাগ ৩ |
![]() |
মনফসল ফ্লাগ ৪ |
![]() |
মনফসল ফ্লাগ ৫ পোস্ট- ইমরান আল হাসান ******************************************************** |

যবে ফোটোশপ শিখছিলুম.....
মঞ্জুশ্রী রায়চৌধুরীঃ 19.04.11 দুপুর 12.35
8 comments:
fata fati excellent
দারূণ!!! ছেড়ে দিলে কেন????
তেমন করে ছাড়িনি, শুধু প্রয়োজনের কিছু ফোটো এডিট করি..... এই তো। তবে তুমি যদি এসেছ, তবে আমার এখানে তোমার কিছু পোস্ট রাখবে তো?
পোস্ট দেবো কিভাবে? এই Post a Comment বক্স-এ নাকি অন্য কোনো জায়গা আছে? আসলে আমি এইসব Blog-এ ব্যাপারে নবিস।
না, না নীল কমেন্ট বক্সে শুধু কমেন্টই কোরো আর পোস্ট দেবার জন্য তুমি হয় কন্ট্রিবিউটার নয় ফলোয়ার হও। তা'হলেই তুমি একজন পোস্ট দেবার এলিজিবল ব্লগার হবে। নয় এক কাজ করো, তোমার মেল আই.ডি দাও, আমি তোমায় ইনভিটেশন পাঠাচ্ছি।
সত্যি, তোমরা এলে এই ব্লগটার মান বাড়বে.... এ আমার খুব বিশ্বাস।
ইমরান- বেশ ভালই তো.... আমি প্রায়ই এই মেন পেজটা বদল করি। তখন তোমার এই আঁকিবুকি থেকে এক/দুটো নাহয় ব্যবহার করা যাবে। এটা মেন পোজ থেকে সরিয়ে আঁকবুকির নিজস্ব ঘরেই রাখলাম।
ইমরান- তোমার দেওয়া 3নং ছবিটা হোম পেজে ব্যবহার করলাম। খুশী তো? শুধু একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিয়েছি। ঠিক আছে?
দাত বের করে হাসার ইমোটা দেবার অপশন থাকলে তাই দিতাম।
এক্কেবারে ঝাক্কাস।
Post a Comment