জলের দাগ হাওয়ার স্বাদ

হাজার হোক সোনার রূপ
ছলকে যাওয়ায় বেজায় সুখ
সাগর বেলায় রঙ বেরঙ
ঝিনুক বলে আমায় তোল
তুলতে গিয়ে জলে ঝাঁপ
পা পিছলয় , বালাই ষাট
আবার ফিরে ডানা মেলে
রোদের নূপুর পায়ে বেঁধে
নীল চোখে স্বপ্ন মেখে
মৎস্য কন্যা বসেই থাকে
রাজপুত্তুর আসলো কই ?
রুপালি আঁশে লাগ্ লো ওই
চোখের জলের হিসেব নিকেশ
বুঝতে পারে নোনতা বিকেল
সমুদ্দুরের ঊর্মি গুলি
অপেক্ষার নীরব কলি
বোবা মুখে রাজকন্যে
নিজের মনেই ডুকরে কাঁদে ।
7 comments:
পড়েছি, কিন্তু বলছি না। কেন বল তো? আন্দাজ লাগাতে পারলেই...
আচ্ছা সেটা কি তা দেখা যাক।
হায় রে আমার মৎস কন্যা !!!!
মনের কথা মনে রেখে
রাত সমুদ্র নামাও চোখে
ঢেউ এর ফেনা অশ্বাকার
রাজার ছেলে আসবে এবার !!!
আগেও পড়েছি কিন্তু মন্তব্য করা হয়নি। ভালো লাগলো।
'জলের দাগ হাওয়ার স্বাদ / নিজের ভেতর পুড়েই খাক'
শুরুতেই এমন লাইন পড়ে পুরোটা পড়ে এলাম। সত্যিই বাহ্।
মঞ্জু দি , বুঝলাম না গো
AL IMRAN DA,NILAKASH DA,HIMADRI DA:ধন্যবাদ
WC
Post a Comment