Saturday 19 November 2011

মৎস্য কন্যা



জলের দাগ হাওয়ার স্বাদ 
নিজের ভেতর পুড়েই খাক 
 হাজার হোক সোনার রূপ 
ছলকে যাওয়ায় বেজায় সুখ 
সাগর বেলায় রঙ বেরঙ 
ঝিনুক বলে আমায় তোল 
তুলতে গিয়ে জলে ঝাঁপ 
পা পিছলয় , বালাই ষাট
আবার ফিরে ডানা মেলে
রোদের নূপুর পায়ে বেঁধে
নীল চোখে স্বপ্ন মেখে 
মৎস্য কন্যা বসেই থাকে
রাজপুত্তুর আসলো কই ?
রুপালি আঁশে লাগ্ লো ওই
চোখের জলের হিসেব নিকেশ
বুঝতে পারে নোনতা বিকেল
সমুদ্দুরের ঊর্মি গুলি
অপেক্ষার নীরব কলি
বোবা মুখে রাজকন্যে
নিজের মনেই ডুকরে কাঁদে ।

7 comments:

মঞ্জুশ্রী রাযচৌধুরী said...

পড়েছি, কিন্তু বলছি না। কেন বল তো? আন্দাজ লাগাতে পারলেই...

আচ্ছা সেটা কি তা দেখা যাক।

Himadrisekhar said...

হায় রে আমার মৎস কন্যা !!!!

মনের কথা মনে রেখে
রাত সমুদ্র নামাও চোখে
ঢেউ এর ফেনা অশ্বাকার
রাজার ছেলে আসবে এবার !!!

আল ইমরান said...

আগেও পড়েছি কিন্তু মন্তব্য করা হয়নি। ভালো লাগলো।

nilakash said...

'জলের দাগ হাওয়ার স্বাদ / নিজের ভেতর পুড়েই খাক'
শুরুতেই এমন লাইন পড়ে পুরোটা পড়ে এলাম। সত্যিই বাহ্।

TRISHITA BANERJEE said...

মঞ্জু দি , বুঝলাম না গো

TRISHITA BANERJEE said...

AL IMRAN DA,NILAKASH DA,HIMADRI DA:ধন্যবাদ

আল ইমরান said...

WC