Thursday 29 September 2011

শিউলিফুল

তোমার কবিতায় শিউলি ফুল পড়ে শিউলি ফুলের এই ছবিটা মনে পড়ে গেল... কদিন আগে তোলা। মা দুর্গার কাছে আমাদের প্রার্থনা চারিদিকে এই যে বারুদের গন্ধ, তা যেন পূজোর গন্ধে মলিন হয়ে যায়...

2 comments:

শামান সাত্ত্বিক said...

ফুলগুলো সুন্দর। ধন্যবাদ।।

Unknown said...

আমার 'ফুল্লকথা' ছড়া আপনার মনে পড়ার সহায়ক হওয়ায়, লেখাটা সার্থক হল দাদা... যদিও কমেন্ট ওখানে নেই। এই শিউলি-ছবি আর সঙ্গে দেওয়া নাম একদম সমার্থক। যেমন 'কাশফুল' শুনলেও মনে ঢাকের বাদ্যে বাজে, এও যেন তেমন।

অল্পস্বল্প লেখা ছিল বলে আপনার রোমান হরফের পোস্ট বদলে আমি বাংলা করে দিয়েছি। কেননা পূজোর অনুষঙ্গে ঐ হরফ ঝটকা দিচ্ছিল চোখে।