Monday 18 April 2011

কবিতা- হুলোদের প্রতি

হুলোদের প্রতি

তিতাস বেরা



হলুদ বন, সবুজ বাঘ
ঘাস খাচ্ছে খাক খাক
আমি আসছি, তারপর তোদের হচ্ছে!


খোঁটায় বাঁধা বোকা পাঁঠা
জবর চলছে জাবর কাটা
গন্ধ কিসের? কিসব যেন পচছে!


নীল আকাশে কালো চাঁদ
ছাদের ওপর ঘুঘুর ফাঁদ
মাইনে কত? জবাবে স্রেফ গুল্‌!


চোখ ঘোলাটে, দরবেশ
মাংসের স্যুপে কর্নফ্লেক্স
ছাপ্পা দিবি? হাতুড়ি কিংবা ফুল্‌!


বিঃ দ্রঃ প্রথম তিনটি লাইন শ্রদ্ধেয়া নবনীতা দেব সেন এর।

5 comments:

Unknown said...

বাহ রে, শেষকালে এসে তো জব্বর দিলে। 'ছাপ্পা দিবি? হাতুড়ি কিংবা ফুল্‌!' দারুণ, দারুণ। কিন্তু ভাই একটা কথা, তুমি প্রথম দুটো লাইন নবনীতা দেবসেনের বলেছ.... কিন্তু আমি জানি ওটা ব্যঙ্গ করে শিব্রাম চক্কোত্তীর লেখা। তবে তিনটে নয়, প্রথম দুটো লাইন। একবার দেখে নিও তো.....

তিতাস বেরা said...

এই রে শিব্রাম চক্কোত্তীর লেখা? কিন্তু কোন একটি আনন্দমেলা পুজাবার্ষিকীতে এটি নবনীতা দেব সেন এর লেখা একটি গল্পের মধ্যে ছিল।

Unknown said...

খুবই পরিচিত লাইন তো.. কে যে কারটা ব্যবহার করেছেন..... তবে আমিও পাত্তা লাগাচ্ছি। তুমি কি আমার 'তপ্তপানী....'-র লম্বা লেখা দেখে তপ্ত হয়ে পালালে? ওদিকে আবার কোনো-কোনো বাণিজ্যিক পত্রিকা চার/সাড় চার হাজার শব্দসংখ্যার লেখা চায়... এদিকে এই জায়গা হল চটপট পড়ব, ঝটপট বলব-র..... এ' দুই বিপ্রতীপ কোণ মেলানো ভারী শক্ত রে ভাই। তা যা হোক্, সময় করতে পারলে একবার চোখ বুলিও।

তিতাস বেরা said...

আসলে তোমার সব লেখাই ধৈর্য্য সহকারে পড়ি। হুটোপাটি করি না। তোমার ভ্রমণকাহিনী দেখেছি, কিন্তু ভালো করে পড়ে উঠবার/রস নেওয়ার মতো সময় পাচ্ছি কই। আসলে ২৭ তারিখে একটা সেমিনার আছে। ঝামেলা মিটে গেলে মন দিয়ে তোমার লেখা পড়ব।

riddhyg said...

ki go mummum acho naki