Monday 27 June 2011

যাও পাখি বলো

Open Windows by srijankundu
Open Windows, a photo by srijankundu on Flickr.

এই উইন্ডচাইমটা আমার বৌএর কিনে আনা . খুব মজার ব্যাপার হলো , যখন বউ বাড়ি থাকে, এটার খুব একটা শব্দ পাওয়া যায়না , কিন্তু তিনি যখন তার বাবার বাড়ি যান , এটা টুং- টাং শব্দ করে তার উপস্থিতি জানান দিতে থাকে .


cross posted from : ছবি ঘর

11 comments:

Unknown said...

তোমার ভাবনার সঙ্গে দারুণ ঠিকঠাক গেছে এই শিরোনাম। যাও পাখি বল....
তা তোমার এই মনোভঙ্গীর খোঁজ তিনি পেয়েছেন তো, যাঁকে নিয়ে ভাবনাটা? না থাকলে তাকে ইমিডিয়েটলি জানাও।

Asim said...

না, তা না মঞ্জুদি, আসলে বৌ বাড়ি থাকলে সৃজনদা এত বৌদির প্রতি মুগ্ধ হয়ে থাকে যে বাজলেও শুনতে পায়না।

তিতাস বেরা said...

আমি উইন্ডচাইমের বাংলা করেছি টি আং লিং। দিব্যি শুনতে লাগে।

@অসীম,:P

srijan kundu said...

মঞ্জুদি , যদি বলতেই হয় তাহলে আর বলে লাভ কি ?

তিতাস, দারুন বাংলা :)

অসীম, উল্টোটাও তো হতে পারে , এমনোতো হতে পারে যে আমার বউ আমাকে প্রচুর ঠ্যাংয়ায় :P

আল ইমরান said...

হুম !! সৃজন দা। ভালো একটা দিক তুলে ধরেছেন তো? আসলেই কি আপনি মুগ্ধ হয়ে থাকেন না ঠ্যাঙ্গানি পড়ে????

Unknown said...

* সৃজন। শোনো সৃজন, অত বেশী অভিমানী হয়ো না। তিনি তো আর হুরি-পরী নন, যে তোমার মনের মধ্যের সব উতরোল বুঝে পাবেন। একটু-আধটু জানালে মোটেই তোমার অহং-এ ছেঁদা হবেনা বরং কম্যুনিকেশনটা ভাল থকলে এমন অনেক বৃত্তান্ত তোমাকে তিনিও জানাবেন।
পরামর্শটা মেনে নাও, মনে নাও। হুঁ-হুঁ বাবা.... আমি হলাম গে অভিজ্ঞ মানুষ। সমঝা?
* তিতাস, তোমার দেওয়া নামটা ভারি সুন্দর। এটা মানতেই হবে যে আমরা যারা ঠেট ঘটি, তাদের এমন আনতাবড়ি অনেক শব্দ আপনি মাথায় জন্মায়।

srijan kundu said...

বলে দিয়েছি কাল :)

'ঠেট ঘটি'টা কি বস্তু ?

Unknown said...

হা ভগবান, 'ঠেট' মানেটাও বলতে হবে? আরে একদম আদত, একদম খাঁটি, ওরিজিনাল।
আর 'ঘটি' মানে তো জানই, আমরা যারা পশ্চিমবঙ্গীয়- তারা। অর্থাত বাঙাল দেশের নই, এপার মহল্লার মানুষ আমরা হলাম ঘটি। আব সমঝা?

nilakash said...

বুঝলাম। সবার কমেন্টও উপভোগ করলাম।

srijan kundu said...

সমঝা

অধরামাধুরী said...

"হাওয়া ছলছল" :P ...ভাল ছবি!!