Thursday 7 July 2011

অস্পষ্ট আবেগ


 অস্পষ্ট আবেগ
মনের আবেগ গুলো 
কেমন যেন হয়ে যাচ্ছে সব,
ঠিক যেন শীতের সকালে 
ধোয়া ধোয়া কুয়াশা ভেজা স্মৃতির মতো ।
আগের মতো লিখতে পারিনা কবিতা,
না লিখতে পারি গান,
খাতাটি নিয়া বসলেই 
এক দুর্বোধ্য চাপা যন্ত্রণায় হারিয়ে যাই।
অনুভূতিগুলো অবাধ্য হয়ে ছুটাছুটি করে চারিপাশ।
সংমিশ্রণের ব্যর্থতা আর এগিয়ে যাওয়ার জড়তা
এ দুটো মিলে আমাকে নিষ্ক্রিয় করে দেয়।
বুঝিনা কেন এমন হয়।
বিবেক এর কাছে প্রশ্ন রাখি, উত্তর মেলে না।
মেলে চাপা গোঙানি, 
গুমরে গুমরে কান্নার প্রচণ্ড শব্দ।
ও ফ !! এ যন্ত্রণার অবসান হবে কবে??
অতিষ্ঠ মন সব ভেঙ্গেচুরে একাকার করে দিতে চায়,
ধ্বংসের এক প্রবল নেশা চেপে বসে মাথার ভেতর
যেন ক্ষুধার্ত হাঙ্গর পেয়েছে রক্তের গন্ধ ।
কি লিখতে বসলাম আর কি লিখলাম
ঠিক যেন বৃষ্টি হব হব করে 
বৃষ্টি না হওয়া এক রোদ্রউজ্জল আকাশ ।।
************************************

4 comments:

Unknown said...

এই তো বেশ। আবেগ অস্পষ্টই হয় ইমরান। তাকে যে যত স্পষ্ট চিনে চেনাতে পারে, জয় মেলে তখন তারই।

একটা কথা.... তোমার আগের লেখায় আমি 'স্মৃতি'বানান ঠিক করে দিয়েছিলাম, কিন্তু এখানে ফের সৃতি লিখেছ ও 'ধ্বংস'-কে ধংশ। বানানের দিকে নজর দাও ভাই... নাহলে পড়তে অস্বস্তি হয়। এবারে ইচ্ছে করেই ওগুলো ঠিক না করে জানালাম, যাতে তুমি নিজে সতর্ক হও ও এডিট করার অপশনে যাও।

শেষে জানাই- এরসঙ্গে তোমার দেওয়া ছবিটা দুর্দান্ত। কোথাও কি এটা পেলে... নাকি তুলেছ?

Asim said...

ছবিটার জবাব নেই

আল ইমরান said...

দিদি, বানান আমি জানতাম কিন্তু অনেক চেষ্টা করেও অভ্র দিয়ে লিখতে পারছিলাম না তখন। এখন তোমার লেখা থেকে কপি মেরে তারপর শিখেছি। ধন্যবাদ। আর ছবিটা নেট থেকে সংগ্রহ।

@অসিম দাঃ ধন্যবাদ।

তিতাস বেরা said...

ছবিটা বেশ।