Sunday 10 July 2011

কষ্ট

মঞ্জুশ্রী রায়চৌধুরী

আমি পারিনা, নিত্য পারিনা-
কাচ রোদ মাখা চুমকী রুইতে পারিনা।

কেনা দাস আমি করুণার
ক্ষীণ স্রোতগতা-
মরা বীন সুরে বাজিনা।
আকাশে আদুরী রামধনু তবু
জলকণা রঙে সাজিনা।

নদীহীন দিন পড়ে আছে ক্ষয়া মাঠে-
জ্যোত্স্না হারানো পাঠের
ওটা বুকভরা অভিমান।
আমি শুন্যখাতায় জমা করি নীল
রাত্রির অভিযান।

8 comments:

তিতাস বেরা said...

'মরা বীন সুরে বাজিনা'!! নাকি 'মরা বীন সুরে বাজি',সেটাতো কবিতার বক্তব্যের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে।
শেষ প্যরাগ্রাফটা বাকি দুটোর থেক কেমন যেন আলাদা মনে হচ্ছে। কানে বাজছে। এটা তোমার মোটেই সেরা কবিতাগুলোর মধ্যে পড়বে না, তবে প্রথম দুটো লাইন খুবই ভালো। একেবারে মঞ্জুদি সূলভ।

Unknown said...

অন্ততঃ প্রথম লাইন দু'টো যে ভাল লেগেছে- আমি তা'তেই ধন্য তিতাস। কেননা লেখাপত্র আজকাল ভাল পারছি না... এ আক্ষেপ ইদানীং নিত্য। ঠিকই ধরেছ, এটা আমার প্রায় জোর করে নিজেকে খোঁজা। তবু সহমত নই তোমার 'মরা বীন সুরে বাজি'-র মঙ্গে। যে বীন মৃত, তা সুরে বাজবে কি করে বল? আর শেষ প্যারাগ্রাফ অপ্রাসঙ্গিক লাগছে? লাগতেই পারে... আমি অনেস্টলি চেষ্টা করেছি এ'টুকুই বলতে পারি তিতাস। কদিন আগে হলেও হয়তো বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু আমার অবস্থা এখন বড়ই করুণ। নিজের ওপর আস্থাটা কোথাও বড় মিসিং।

আচ্ছা তুমি কি আমার কবিতাল্প'ভরা'টা পড়েছিলে? যদিও ওটা একনকার লেখা নয়.... তবু পড়ে দেখতে পারো।

চিরঞ্জিত said...

চিন্তার কিছু নেই মঞ্জুশ্রীদি, সারাক্ষন ভালো লিখে গেলে সাহিত্যিকের সন্মান থাকে না, চেকভের এই নিয়ে একটা ছোট গল্প আছে। তবে ইয়ে আমি পারিনা নিত্য পারিনা এর মধ্যে একটা কমা না এলে বাক্য গঠন আবার আমি পারিনা নিতে পারিনা

তিতাস বেরা said...

আহা 'মরা বীন সুরে বাজি'একথার লিটারেল মিনিং ধরছ কেন। মরা বীন সুর মানে করুণ সুর বা বিষাদের সুর ও তো হতে পারে।

Unknown said...

* নেমো, পারো তো চেকভের সেই গল্পটার নাম বল, আমি পড়তে চাই।
তোমার বাক্য গঠনের অনুযোগ মেনে এডিট করে কমা দিলাম, যে ধরণ আমার সম্পূর্ণ চরিত্রবিরোধী। তারমানে কতটা বাঁকাচোরায় আছি বুঝতে পারছ?

* তিতাস, না হতে পারেনা.... কারণ ওটা আমি লিখেছি এবং শুধু অন্তমিলের দিকে চেয়ে নয়, আদত ও আক্ষিরক অর্থে লিখেছি বলেই জানি। আমার ধারণায় তুমি বড্ড বেশী কাব্যখোঁজে ছিলে- তাই এ লেখা ছুঁলোনা। খোলা মনে এলে হয়তো....

কিজানি, তোমায় উত্তর করতে গিয়ে হারানো আস্থার দেখা পাচ্ছি ফের। এ'জন্যই তো যা খুশী লিখি ও লিখেই তোমাকে খুঁজি।

nilakash said...

তোমার জমা করা নীল রাত্রির অভিযান থেকে কিছু কি পেলে দিদি? সেটাও কবিতা হয়ে আসুক, আমি অপেক্ষায় থাকলাম্।

শামান সাত্ত্বিক said...

"আমি শুন্যখাতায় জমা করি নীল
রাত্রির অভিযান।"

চমৎকার লাগলো এখানে। শুভ কামনা।

আপনার "স্বপ্নপথ বেয়ে" পড়ে শেষ করেছি। একসময় মন্তব্য করে আসছি, যদিও অনেকে অনেক কিছু বলে ফেলেছে এরি মধ্যে।

Unknown said...

প্রিয় শামান, তুমি নিজে এত ভাল লেখ, সেই তোমার ভাল লাগায় লেখাপত্র তার যোগ্য আসন পায়। তোমার মন্তব্য পেয়ে খুশী হলাম ভাই। তবে নিজে এখানে একটি লেখা রেখে সেই যে ঘুমতে গেলে, তারপরে ভুস করে ভেসে উঠলে এই এখানে। চুপ থেক না... দাও,লেখা দাও।

আর একটা কথা, গুরুচন্ডালীতে যাচ্ছ যে... মানে প্রথম মন্তব্যে আমায় 'তুমি'এ্যাড্রেস করে আজ কেন ফের ছন্দপতন? ভুলে গেছ তো!!!!! তাই বলি বেশীদিন নিঃষ্চুপ থেকো না।