Thursday, 18 August 2011

মধ্যম কবিতা


১.
তুই তুই আর তুই
ভাবনাতে তোকে ছুঁই
আমার মাঝের আমি
সকাল দুপুর সন্ধ্যা শুধায়
তোর প্রেম কি আমার কাছে,
সবচাইতে দামি??

২.

ভালবাস আর ভালবাসি
অকারনেই হাসাহাসি
এই তুমি আর সেই তুমি মিলে
বসে যখন পাশাপাশি
তুমি যদি ভালোবাসো
দূরে দূরে কেনো থাক
কাছাকাছি এসো আমার
কান পাত বুকে মাঝামাঝি।

৩.

হাঁটিতে হাঁটিতে ঘুরিতে ঘুরিতে
কখনও দেখা হলে
বোঝাবো তখন তোমায় আমি
দুঃখ কাকে বলে
একগাদা প্রেম ভালোবাসা আর
সুখী মুখের আড়ালে
বুঝবে তখন কে কতোখানি
দুঃখ নিয়ে চলে।।

৪.
কার অপেক্ষাতে আছো তুমি
রয়েছো আনমনে কার ভাবনায়
স্বপ্নিল কল্পনার মরীচিকায়
মনের মাঝের সীমারেখায়
পেরিয়ে জীবনের স্রোতধারা
একাকী অসহায় সাথী হারা
দাও, দাও, দাও সাড়া।।

*************************


 [অফনোটঃ দিদি কেমন হয়েছে জানি না। তবে তোমাদের তুলনায় একটু কাঁচা হাতের লেখা। একটু ভিন্ন ধাঁচের। সহ্য করে নিও।]

6 comments:

Unknown said...

প্রথমটি বেশ, দ্বিতীয়টি ছন্দপতনে, তৃতীয়টিতে আন্তরিকতা ও শেষের চেষ্টায় মাটি ছুঁয়ে থাকলেও তুমি দু'ধারে ডানা মেলেছ... উড়াল নেবে বলে।

আল ইমরান said...

আমার কবিতা বা পোস্টে তোমার মন্তব্য পাওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার। তোমার একটা মন্তব্য আমাকে অনেক কিছু শেখায় এক পলকে।

অনেক অনেক ধন্যবাদ দিদি।

nilakash said...

চেষ্টাটা সত্... এটা বলা যায়।

Asim said...

তিন নংটা ভালই লাগল।

আল ইমরান said...

ধন্যবাদ অসিম দা।

শামান সাত্ত্বিক said...

হুম, তিনটাই ভাল লেগেছে। শুভ কামনা।