এসো গপ্প করি, গপ্প লিখি, স্বপ্ন দেখি, আড্ডা দিই।
শুভ বিজয়া দাদা। আমি ছিলাম না... নেপাল গিয়েছিলাম। তবে এসে দেখছি আপনি ছাড়া কেউই খুব একটা আসেনি। পূজোর ব্যস্ততা বা বেড়ানো নিয়ে হয়তো আসা যায়নি... কিজানি!!! আবার সবাই নিত্যদিনের কাজে ঢুকছি, ছন্দে ফিরছি, এইবার হয়তো ...
আমি এসেছিলাম দিদি। আমি ছোট্ট ভাবনা নামে একটা সিরিজ লেখা দেয়া শুরু করেছি, একটু পড়বেন দয়া করে।
অনেকদিন আসা হয়নি। ঠিকই বলেছেন মঞ্জুদি, ধীরে সব উত্সব ছন্দ থেকে কাজের, সামাজিকতার ছন্দে ফিরছে। অলোকদা, সমস্ত মনফসলের পাঠক ও লেখকদের প্রতি শুভ বিজয়ার শুভেছা রাখলাম এই পোস্টের হাত ধরে। ধন্যবাদ্।
Post a Comment
3 comments:
শুভ বিজয়া দাদা।
আমি ছিলাম না... নেপাল গিয়েছিলাম। তবে এসে দেখছি আপনি ছাড়া কেউই খুব একটা আসেনি। পূজোর ব্যস্ততা বা বেড়ানো নিয়ে হয়তো আসা যায়নি... কিজানি!!! আবার সবাই নিত্যদিনের কাজে ঢুকছি, ছন্দে ফিরছি, এইবার হয়তো ...
আমি এসেছিলাম দিদি। আমি ছোট্ট ভাবনা নামে একটা সিরিজ লেখা দেয়া শুরু করেছি, একটু পড়বেন দয়া করে।
অনেকদিন আসা হয়নি। ঠিকই বলেছেন মঞ্জুদি, ধীরে সব উত্সব ছন্দ থেকে কাজের, সামাজিকতার ছন্দে ফিরছে।
অলোকদা, সমস্ত মনফসলের পাঠক ও লেখকদের প্রতি শুভ বিজয়ার শুভেছা রাখলাম এই পোস্টের হাত ধরে। ধন্যবাদ্।
Post a Comment