Thursday, 20 October 2011

ছোট্ট ভাবনা-২



সমাজপতির অসামাজিক 
কর্মকাণ্ড দেখে
দুঃখে এখন হাসছি আমি 
দাঁতটি খুলে রেখে।

2 comments:

Unknown said...

এটা তাড়াহুড়োয় লিখেছ আল ইমরান। আগেরটার পাশে এটা গোলেতালে হরিবোল। নীলাকাশের মন্তব্যে চাপে পড়নি তো? এটা ঐ আর কি... একটু ঠিক হ্যায় গোছের।

আল ইমরান said...

ঠিক ধরেছ দিদি, এটা আসলে ঐ ছবি দেখে ভাবনা এলো তাই লেখা। অমন কিছু ভেবে লিখিনি।