Tuesday, 31 January 2012

ছোট্ট ভাবনা - ১৫



অর্ঘ্য দিয়ে দিচ্ছি পূজো বিশ্বাসে বুক বেধে
চাওয়া সবই পূর্ণ হবে অধীর মূল্যবোধে

2 comments:

Unknown said...

উঁহু, মূল্যবোধের আগের শব্দ খাটেনি। মূল্যবোধ সবসময়ই ধীর- স্থিরতায় ও প্রত্যয়ে দৃড়। তা বলে মূল্যবোধ বদলায় না এ'কথা বলিনি... আসলে চাওয়া সবই পূর্ণ হবার আকাঙ্খা যার, তার বিশ্বাস পাক্কা। সে কারণেই 'অধীর মুল্যবোঘ' খাপছাড়া।

আল ইমরান said...

একটু খাপছাড়া হোলই না হয়। তবে এটা লেখার পিছনে ছোট্ট একটু কারন আছে। একটু খাপের বাইরে এসে ভাবলে এটা বুঝবে দিদি।