তৃষিতা বন্দ্যোপাধ্যায়
বৃষ্টি মাখি
সকাল বাড়ি
মেঘলা আকাশ
কাজল রকম
হঠাৎ কেমন
দেখে আমায়
অন্য চোখে
একটা প্রহর
নিজের মতন
আমার কথা
ফুরায় যেমন
অজান্তে যে
ঝূপূশ করে
বৃষ্টি ভাসি
হয় পৃথিবী
জলের মুঠো
পড়লে পড়ে
ঢেঊ ওঠাসব
শাড়ির সারি
হাত পা ছুড়ে
ডাকে আমায়
ঘরে ফেরার
বায়না জোড়ে
আমি শেষে
পালাই তবে??
মন মুক্তোর
গাঁথা মালা
ভীষণ জোরে
কপট রাগে
টেনে হিঁচড়ে
তারটি ছিঁড়ে
মুক্তো গুলি
ছিটকে গিয়ে
গড়িয়ে পড়ে
এদিক ওদিক
ছুটতে থাকে
দোস্তি করে
তারপরেতে
বৃষ্টি বাড়ি
একলা একা
মন কাবাড়ি
ফোঁটা ফোঁটা
লুটোপুটি
ঝরতে চাওয়া
ঠুনকো সময়
শূন্যতা আর
ঠিকানা বিহীন
বলতে চাওয়া
নীরবতারা
ঠোঁটা টা ছুঁয়ে
পালিয়ে বেড়ায়
আবার কখন
মন খেয়ালে
ভুরু কুঁচকে
প্রশ্ন তোলে
আমার দিকে
তাকাবি তবে??
হাওয়ারা বলে
স্নেহরা বলে
পাগল বলে
পাগলি বলে
সূর্য যখন
ঊঠবে তবে । ।
বৃষ্টি মাখি
সকাল বাড়ি
মেঘলা আকাশ
কাজল রকম
হঠাৎ কেমন
দেখে আমায়
অন্য চোখে
একটা প্রহর
নিজের মতন
আমার কথা
ফুরায় যেমন
অজান্তে যে
ঝূপূশ করে
বৃষ্টি ভাসি
হয় পৃথিবী
জলের মুঠো
পড়লে পড়ে
ঢেঊ ওঠাসব
শাড়ির সারি
হাত পা ছুড়ে
ডাকে আমায়
ঘরে ফেরার
বায়না জোড়ে
আমি শেষে
পালাই তবে??
মন মুক্তোর
গাঁথা মালা
ভীষণ জোরে
কপট রাগে
টেনে হিঁচড়ে
তারটি ছিঁড়ে
মুক্তো গুলি
ছিটকে গিয়ে
গড়িয়ে পড়ে
এদিক ওদিক
ছুটতে থাকে
দোস্তি করে
তারপরেতে
বৃষ্টি বাড়ি
একলা একা
মন কাবাড়ি
ফোঁটা ফোঁটা
লুটোপুটি
ঝরতে চাওয়া
ঠুনকো সময়
শূন্যতা আর
ঠিকানা বিহীন
বলতে চাওয়া
নীরবতারা
ঠোঁটা টা ছুঁয়ে
পালিয়ে বেড়ায়
আবার কখন
মন খেয়ালে
ভুরু কুঁচকে
প্রশ্ন তোলে
আমার দিকে
তাকাবি তবে??
হাওয়ারা বলে
স্নেহরা বলে
পাগল বলে
পাগলি বলে
সূর্য যখন
ঊঠবে তবে । ।
3 comments:
তুমি সৃজনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তৃষিতা। নাহলে এত ঝটপট একের পর এক লেখা দাও... তাও আবার কবিতা!!!!! খুব ভাল।
একটু ছন্দ মিল বা অন্ত্যমিল থাকলে মনে হয় আরও ভালো লাগত। তবে বেশ লিখেছেন।
মঞ্জু দি ;হয়ত বা ।
Post a Comment