Sunday, 8 January 2012

সূর্য যখন উঠবে তবে

তৃষিতা বন্দ্যোপাধ্যায়


বৃষ্টি মাখি
সকাল বাড়ি
মেঘলা আকাশ
কাজল রকম
হঠাৎ কেমন
দেখে আমায়
অন্য চোখে
একটা প্রহর
নিজের মতন
আমার কথা
ফুরায় যেমন
অজান্তে যে
ঝূপূশ করে
বৃষ্টি ভাসি
হয় পৃথিবী
জলের মুঠো
পড়লে পড়ে
ঢেঊ ওঠাসব
শাড়ির সারি
হাত পা ছুড়ে
ডাকে আমায়
ঘরে ফেরার
বায়না জোড়ে
আমি শেষে
পালাই তবে??
মন মুক্তোর
গাঁথা মালা
ভীষণ জোরে
কপট রাগে
টেনে হিঁচড়ে
তারটি ছিঁড়ে 
মুক্তো গুলি
ছিটকে গিয়ে
গড়িয়ে পড়ে
এদিক ওদিক
ছুটতে থাকে
দোস্তি করে
তারপরেতে 
বৃষ্টি বাড়ি
একলা একা
 মন কাবাড়ি
ফোঁটা ফোঁটা
লুটোপুটি
ঝরতে চাওয়া
ঠুনকো সময় 
শূন্যতা আর
ঠিকানা বিহীন
বলতে চাওয়া
নীরবতারা
ঠোঁটা টা ছুঁয়ে
পালিয়ে বেড়ায়
আবার কখন
মন খেয়ালে
ভুরু কুঁচকে
প্রশ্ন তোলে
আমার দিকে
তাকাবি তবে??
হাওয়ারা বলে
স্নেহরা বলে
পাগল বলে
পাগলি বলে
সূর্য যখন
ঊঠবে তবে । ।



3 comments:

Unknown said...

তুমি সৃজনের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তৃষিতা। নাহলে এত ঝটপট একের পর এক লেখা দাও... তাও আবার কবিতা!!!!! খুব ভাল।

আল ইমরান said...

একটু ছন্দ মিল বা অন্ত্যমিল থাকলে মনে হয় আরও ভালো লাগত। তবে বেশ লিখেছেন।

TRISHITA BANERJEE said...

মঞ্জু দি ;হয়ত বা ।