চাইনা রাজা চাইনা রানি পারলে হতে ভিখারিনী অনেক সুখে থাকতে পেতাম নিজের মত স্বাধীন জীবন তবুও আমি রাজকুমারি একলা পথে হাঁটতে রাজি চাইনা আমার রাজকুমার একলা আগুন আর দুটো হাত । ।
ওরে তৃষিতা রে, এই প্রথম আমার মনে হচ্ছে উলেটা কথা বলি। কবিতার প্রত্যেক শব্দের আক্ষরিকতায় থাকা কোন কাজের কথা নয় জেনেও বলি- তোমার ইচ্ছের সঙ্গে, আর্তির সঙ্গে আমি একাত্ম হয়েছি, তবু চাইনা 'ভিখারিনী' উপমা। কোন শব্দ কখন যে ঈশ্বর শুনে ফেলেন ও 'তথাস্তু' বলে ফেলেন... ঠিক নেই। তৃষিতা, বড় ভয় পাই আমি আজকাল।
3 comments:
ওরে তৃষিতা রে, এই প্রথম আমার মনে হচ্ছে উলেটা কথা বলি। কবিতার প্রত্যেক শব্দের আক্ষরিকতায় থাকা কোন কাজের কথা নয় জেনেও বলি- তোমার ইচ্ছের সঙ্গে, আর্তির সঙ্গে আমি একাত্ম হয়েছি, তবু চাইনা 'ভিখারিনী' উপমা।
কোন শব্দ কখন যে ঈশ্বর শুনে ফেলেন ও 'তথাস্তু' বলে ফেলেন... ঠিক নেই। তৃষিতা, বড় ভয় পাই আমি আজকাল।
বাঃ, দারুণ। 'চাইনা আমার/রাজকুমার/একলা আগুন/আর দুটো হাত।'পড়লাম ও মুগ্ধতা জানালাম। আরো লিখুন 'একলা রাজকুমারী'।
Amaro besh bhalo laglo. beshi shakto ami ato bujhina.
Post a Comment