Monday, 9 January 2012

একলা রাজকুমারী


চাইনা রাজা 
চাইনা রানি
পারলে হতে
ভিখারিনী 
অনেক সুখে
থাকতে পেতাম
নিজের মত
স্বাধীন জীবন
তবুও আমি
রাজকুমারি
একলা পথে
হাঁটতে রাজি
চাইনা আমার
রাজকুমার
একলা আগুন
আর দুটো
হাত । ।

3 comments:

Unknown said...

ওরে তৃষিতা রে, এই প্রথম আমার মনে হচ্ছে উলেটা কথা বলি। কবিতার প্রত্যেক শব্দের আক্ষরিকতায় থাকা কোন কাজের কথা নয় জেনেও বলি- তোমার ইচ্ছের সঙ্গে, আর্তির সঙ্গে আমি একাত্ম হয়েছি, তবু চাইনা 'ভিখারিনী' উপমা।
কোন শব্দ কখন যে ঈশ্বর শুনে ফেলেন ও 'তথাস্তু' বলে ফেলেন... ঠিক নেই। তৃষিতা, বড় ভয় পাই আমি আজকাল।

chandan roy choudhury said...

বাঃ, দারুণ। 'চাইনা আমার/রাজকুমার/একলা আগুন/আর দুটো হাত।'পড়লাম ও মুগ্ধতা জানালাম। আরো লিখুন 'একলা রাজকুমারী'।

Asim said...

Amaro besh bhalo laglo. beshi shakto ami ato bujhina.