Tuesday, 1 May 2012

কিছু ছবি....আশা করি ভালো লাগবে।


আমি এগুলো পাওয়ার পয়েন্টে বানিয়েছিলাম। সেলস এন্ড মার্কেটিং ট্রেইনিং করানোর সময় এগুলো কাজে লাগে। তাই সবার সাথে শেয়ার করলাম। ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না যেন......... 




এই দুনিয়াতে সবাই একরকম না। সেই এই পৃথিবীর জন্য উপযুক্ত, যে সঠিক মানুষের সাথে সঠিক ব্যবহার করতে পারে। সঠিক ব্যবহার মানে কিন্তু ভালো ব্যবহার নয়, আবার খারাপ ব্যবহারও নয়। এক কথায়, "যে দেশে যে ভাও, উল্টা কইরা নাও বাও।"





আমাদের আশে পাশে কিছু মানুষ আছে, যারা ভাবে যে, আমার চেয়ে ভালো আর আমার চেয়ে বেশি কেউ জানে না বা বুঝে না। এদের থেকে দূরে থাকুন। কারন এদের পরিনতি ঠিক এমনই হয়।




আলেকজান্ডার গ্রাহাম বেলের এই কথাটা আমার কাছে খুবই ভালো লাগে। আসলেই আমাদের সচেতন হওয়া উচিৎ।





বড় বড় ভুলের কারনে বড় কোন ড্যামেজ হয় না, কিন্তু ছোট ছোট ভুলের জন্য অনেক বড় সমস্যা হয়ে যায় প্রায়শই। তাই ছোট ছোট কিছু ব্যাপার আমাদের খুব বেশি নজর রাখা প্রয়োজন।





যে কোন কাজের জন্যই প্রস্তুতির প্রয়োজন হয়। কারন প্রস্তুতি ব্যর্থতা মানে ব্যর্থতার প্রস্তুতি।



সবাই সুস্থ এবং ভালো থাকুন।

8 comments:

Unknown said...

খুব ভাল লাগল আল-ইমরান। তবে এই ছবিগুলি তুমি নিশ্চই নেট থেকে নিয়েছ? কেননা কয়েকটি আমি ইতিমধ্যেই ফেসবুকে দেখেছি।

আল ইমরান said...

ঠিক ধরেছ দিদি। তবে এগুলোর সাথে উপযুক্ত লেখা এবং উপযুক্ত জায়গায় সেটা প্রয়োগ করাটা হচ্ছে আমার কাজ। :)

Atanu said...

বাহ চমতকার।

Asim said...

বেশ লাগল। ভাল আছো তো?

chandan roy choudhury said...

ভাল, বেশ ভাল লাগল আল ইমরান।

আল ইমরান said...

ধন্যবাদ অন্তু দা.....

আল ইমরান said...

ভালো আছি অসিম দা........

আল ইমরান said...

ধন্যবাদ চন্দন দা......