এসো গপ্প করি, গপ্প লিখি, স্বপ্ন দেখি, আড্ডা দিই।
কেয়া বাত!
কবিতাটি চমৎকার। ব্যকগ্রাউন্ড মিউজিক ও বেশ ভালো হয়েছে।
ভালো লাগলো...আজ প্রথম তোমার আওয়াজ শুনতে পেলাম, এতদিন শুধু লেখার আওয়াজ পেয়েছি...
আওয়াজটা আবৃত্তি সূত্রে পেলেন কিনা, তাই… নয়তো ছাত্র থেকে ঘরেরজন অবধি আমার ব্যবহারিক জীবনের আওয়াজ নিয়ে... যাকগে, কে আর খাতা খুলে মন্দ হিসেবে যায়!!!!!যাই হোক্, ভালো লেগেছে জেনে খুশী হলাম খুব।
আসলে আমদের ভালোর চেয়ে মন্দের পরিমানটা এত বেশি থাকে তাই হিসেব করতে গেলে মন্দটাই আগে আসে...এ নিয়ে আমার একটা লেখা আছে, একবার একটা নাটক শুরুর আগে এই লেখাটা বলেছিলাম...পড়ে দেখো তোমার ক্ষোভের জবাব পেয়ে যাবে....
Post a Comment
5 comments:
কেয়া বাত!
কবিতাটি চমৎকার। ব্যকগ্রাউন্ড মিউজিক ও বেশ ভালো হয়েছে।
ভালো লাগলো...আজ প্রথম তোমার আওয়াজ শুনতে পেলাম, এতদিন শুধু লেখার আওয়াজ পেয়েছি...
আওয়াজটা আবৃত্তি সূত্রে পেলেন কিনা, তাই…
নয়তো ছাত্র থেকে ঘরেরজন অবধি আমার ব্যবহারিক জীবনের আওয়াজ নিয়ে...
যাকগে, কে আর খাতা খুলে মন্দ হিসেবে যায়!!!!!
যাই হোক্, ভালো লেগেছে জেনে খুশী হলাম খুব।
আসলে আমদের ভালোর চেয়ে মন্দের পরিমানটা এত বেশি থাকে তাই হিসেব করতে গেলে মন্দটাই আগে আসে...
এ নিয়ে আমার একটা লেখা আছে, একবার একটা নাটক শুরুর আগে এই লেখাটা বলেছিলাম...পড়ে দেখো তোমার ক্ষোভের জবাব পেয়ে যাবে....
Post a Comment