Friday, 8 June 2012

একটি Blunder


বন্ধুদের জন্য একটা লিখলাম... ফেসবুকে আপলোডও করলাম, কিন্তু যা হয় আরকি, ও'ঘরে বেশী না যাওয়ার কারণে লেখাটি মূহুর্তে কোথায় হাপিস হল। ঠিক আছে, নাহয় এটি মনফসলেই রাখতাম, যেমন রেখেছি এতকাল। কিন্তু ইন্দিরার মন্তব্যটি এত সুন্দর... হারাতে চাইছিলাম না। তাই লেখাটিকে নিয়ে আসতেই হল এখানে... 

এবার লেখাটি নীচে রাখলাম, সঙ্গে ইন্দিরার কমেন্ট।

বন্ধু


মঞ্জুশ্রী রায়চৌধুরী

প্রদীপ জ্বালায় আঁধার যদি সরত দূরে
জ্যোছনাভাসি চাঁদের তবে কি কাজ ছিল? 
একলা জীবন একার সঙ্গে সুখীই যদি
এ’ মন কেন তোমার পাশে বসতে এল?
 ·  · 

  • Indira Mukerjee likes this.

    • Indira Mukerjee কথা ছিল ভেসে যাব এই বিকিনি ব্যালকনির নীলখোপে
      কিন্তু কথা রাখেনি অনেকেই...
      আমি মেঘ হতে চেয়ে কি ভুল করলাম ?
      না কি তুমি বৃষ্টি হয়ে আমার বারান্দা ভাসিয়ে ভুল করলে ?
      কথা ছিল ভেসে যাব এই চৌকাঠে পা রেখে...

      3 hours ago ·  · 1

1 comment:

Unknown said...

ইন্দিরা, কিছু মনে কোরনা, আমি সোশ্যাল সাইটে একদম অগা।