বন্ধুদের জন্য একটা লিখলাম... ফেসবুকে আপলোডও করলাম, কিন্তু যা হয় আরকি, ও'ঘরে বেশী না যাওয়ার কারণে লেখাটি মূহুর্তে কোথায় হাপিস হল। ঠিক আছে, নাহয় এটি মনফসলেই রাখতাম, যেমন রেখেছি এতকাল। কিন্তু ইন্দিরার মন্তব্যটি এত সুন্দর... হারাতে চাইছিলাম না। তাই লেখাটিকে নিয়ে আসতেই হল এখানে...
এবার লেখাটি নীচে রাখলাম, সঙ্গে ইন্দিরার কমেন্ট।
বন্ধু
মঞ্জুশ্রী রায়চৌধুরী
প্রদীপ জ্বালায় আঁধার যদি সরত দূরে
মঞ্জুশ্রী রায়চৌধুরী
প্রদীপ জ্বালায় আঁধার যদি সরত দূরে
জ্যোছনাভাসি চাঁদের তবে কি কাজ ছিল?
একলা জীবন একার সঙ্গে সুখীই যদি
এ’ মন কেন তোমার পাশে বসতে এল?
1 comment:
ইন্দিরা, কিছু মনে কোরনা, আমি সোশ্যাল সাইটে একদম অগা।
Post a Comment