Sunday, 5 August 2012

এককুচি রোদ, স্বপ্ন-শারদ


Amarnath Jatra 2012. Part 1.mp4
4.8.12.এই তো সবে ফিরলাম অমরনাথ থেকেমুগ্ধতাকে না বাঁটলে হজম হচ্ছে নাতাই পথে চলতে যা তুলেছি তাই রাখছি... লিখবো বাকী পরেতখনও বরফরাজ্য ছিল দূর-দৃষ্টিপথে, পাহাড়-কোলে, শুধুই স্বপ্ন-চোখেপরের ভিডিও-এ তাকে শরীরে দিয়ে ছুঁয়েছি, মেখেছি মনে। 


লিঙ্ক - http://www.youtube.com/watch?v=g54ozUuh-lE&feature=youtu.be


Amarnath Jatra 2012. Part 2.mp4
সবখানে শুধুই বরফ হলে কি ভাল লাগে? জানি আমি- লাগেনাএকটা ব্রেক চাইসবুজের কোলে কোথাও গাঢ় নীল, কোথাও ধ্যানী পাহাড়ী ধূসরতা নিয়ে খেলছে পশমী তুষার, কোথাও বরফগলা জলের ঝর্নাতলাচেয়েছিলাম এই রূপকলায় মাততেঅমরনাথের যাত্রাপথে শেষের ঘন্টা বাজার একটু আগেই পৌঁছতে চেয়েছিলাম,  পৌঁছেও গিয়েছিলামপেয়েছি তাই ভরপুরসর্বশ্রীরূপা-শৈলনিবাসিনীর ডেরায় পা রাখা কঠিন ব্রতের মতকষ্ট পেয়েছি খুব, তবু খুশী... আমি বড্ড খুশীমরতেও পারি- তরতেও পারির অনিশ্চয়তার সঙ্গেই প্রাণের গোপন প্রণয়, আহ্লাদী প্রলাপতাতেই যত আনন্দ! এ' তাগিদ কি করে এড়াই? নীলিমায় যে মধুক্ষরণ... সৌন্দর্যের কারুবাসনায়।

4 comments:

আল ইমরান said...

ভ্রমন আমার বরাবরই ভাল লাগে। তোমার বর্ণনার তো আমি মুগ্ধ পাঠক বরাবরই। বাকিটুকুর অপেক্ষায় রইলাম।

Aloke Bhanja said...

তোমার ভিডিও দেখলাম কিছুটা অনুভব করার চেষ্টা করলাম, তবে এইসব জায়গা নিজের চোখ দিয়ে না দেখলে ঠিক উপভোগ করা যায় না/
তোমার শারীরিক অবস্থার হাল শুনে মনে হচ্ছিল অমরনাথ যাত্রা না অন্তিম যাত্রায় পরিনত হয়/ যাই হোক ভালোয় ভালোয় ফিরে এসেছ সেটাই বড় কথা - পরে লিখে বর্ণনা দিও, সেটা আরো ভালো লাগবে তোমার লেখার কারসাজিতে/

Indira Mukhopadhyay said...

তোমার রচিত ছায়াছবিতে আমিও গতিপ্রাপ্ত হলাম । মঞ্জুশ্রী, খুব ভালো করেছ এই যাত্রাপথের স্মৃতিকণাটুকু বয়ে নিয়ে এসে । এ তোমার সারা জীবনের সম্পদ হয়ে র‌ইল । বাকি সব তো বহু চর্চিত । এবার লেখা পড়ার অপেক্ষায় র‌ইনু পড়ে । বাকী কথা ব্রেকের পর হবেখন !

Samran said...

তারপর কই?