মঞ্জুশ্রী রায়চৌধুরী
আমার কাছে গল্প হল একটি বিয়ের রাতের ষোড়শী কন্যা
যেন। যে
সারাদিন ধরে টুকটুক করে নানান অনুষঙ্গে সাজে, অবশেষে বিয়ের লগ্নে পানপাতার আড়াল
খুলে চোখ তুলে তাকায়। তখন যে আলো জ্বলে ওঠে
পারিপ্বার্শে, সেই আলোটাই পরিণতি, সেই ডেফিনিট প্রাপ্তিটাই গল্প।
2 comments:
আমার কাছে গল্প হলো এমন লেখা যা সল্প হবে, তবে একেবারে অল্প নয় - আর তাতে অবশ্যই অযথা টেনে বড় করার কোনো প্রকল্প যেন না থাকে, সে ক্ষেত্রে পাঠককে বিকল্প ব্যবস্থা হিসেবে সে লেখা না পড়ার সংকল্প নিতে হতেই পারে।
বাহ রে বাঃ... দুর্দান্ত সাজেশন। সঙ্কল্পবাক্য পড়ে হেসেই মরি।
Post a Comment