Tuesday, 18 June 2013

হতাশ কথা

মঞ্জুশ্রী রায়চৌধুরী


আগে এখানেই পড়ে থাকতাম, ইদানীং ত্যাগ করেছি 'মনফসল।' সরে থেকেও ভাল থাকছি  না তাই আসছি ফিরে ঠিকই, কিন্তু মন-মরুনী ফের যাচ্ছি সরে। 'মনফসল' গুগুল প্লাসে বদলে যেতেই চিত্তির... কোনো কমেন্ট দেখা যাচ্ছেনা, এমন কি ডানদিকে যে রিসেন্ট কমেন্টস এরিয়া ছিল, সে'সবও গেছে লুকিয়ে। 

আমি মন্তব্য করা ছাড়া বা বলা ছাড়া মোটেই ভাল থাকিনা। কিছু তো মানুষকে পেতে হয়... হয় সাফল্য নয় উত্সাহ। তো ইনি এখন আমায় কি দিচ্ছেন? ওদিকে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা বেরলে তা সফলতার ওম পুইতে দেয়, অর্থ দেয়। আমায় 'মনফসল' দিত তারচেয়েও কিছু বেশী। তৃপ্তি, তোয়াজ, তীক্ষ্ম-বোধী মানুষজনের সংযোগ, সংরাগ। সে জায়গাটাই গেল তো রইল কি!

না, না আমি ভাল নেই। কেউ কি সমাধানের পথ দেখাবে? 

No comments: