Friday, 16 August 2013

অনিয়মিত শব্দক্ষরন

আল ইমরান

পরিনামে পরিনত শাশ্বত জীবন অবারিত
যবে পতিত পল্লব মণ্ডিত নিস্পলক আঁখি গহীনে,
যেন শত বর্ষের অদম্য পিপাসায় পিপাসার্ত
সলিলে সমাহিত করে অবধারিত নিয়তি,
যেন পূরণ করে আকূতি যত মানসপটে
সবিনয়ে নিবেদন আজ শুধু বিরানে বিলীন।
কন্টক দুর্ভেদ্য চিন্তামালার খোলা জানালা
কেবলই খুলে দেয়া দুর্গ্রহের ধোয়ার্ত চিমনি।
প্রতীয়মান আজ অপেক্ষার প্রহর গুলোর নিশ্চুপতা
কোন মোহে বিচ্যুত তায় কক্ষপথ হতে কক্ষমাত্রায়।
নির্লোভ কামুক চাহুনির তীব্র থেকে তীব্রতর জ্বালা
আজ কেবলই পর্যবাসিত শীৎকারের উল্লাসিতায়।

উদ্ভট উশৃঙ্খল কথামালা, অনিয়মিত শব্দক্ষরণ,
সাগর মন্থনে যেন সর্পরাজ বাসুকির দু'পাশে
দেব আর অসুরের পরিমিত সঞ্চালনের ছোঁয়া।
মন্থন রস যেথা এক একটি উপপাদ্যের প্রতিপাদন।
প্রতিপাদিত প্রতি উপপাদ্য অন্তঃস্থকরন সাপেক্ষে
নিঃসৃত যেন অমৃত, যেখানেও আছে পারস্পরিক দ্বন্দ্ব।
দেব আর অসুর সম্মুখে আবার প্রতিস্থাপনে স্বীয় প্রতিপত্তি
অবশেষে এক উর্বশী কুমারী অবতারেই সম্পন্ন যজ্ঞ।

4 comments:

Unknown said...

আমি গুগুল প্লাস থেকে কমেন্ট অপশন সরিয়ে এনেছি। + এ থাকার সময় তোমায় যে কমেন্ট করেছিলাম, তা তখন দেখচে পাইনি, এখন তো পাচ্ছিই না। তুমি কি পাচ্ছ? প্লীজ জানিও।

আল ইমরান said...

আমি এই কমেন্ট দেখতে পাচ্ছি। অন্য কোন কমেন্ট দেখিনি এখনও।

Unknown said...

যা গেছে তা যাক্- এই সমস্যা থেকে রেহাই চাই। যা লিখেছিলাম তা মোটামুটি এ'রকম....

তোমার নামকরণ সার্থক আল ইমরান... অনিয়মিত শব্দক্ষরণ। এই ক্ষরণের ধাক্কা বাপু বেশ। মাথা আমার ঝিমঝিম করছে।

আল ইমরান said...

হা হা হা। কি যে বলো দিদি!!!!!! একদম হঠাত করেই সেদিন কবিতাটা মাথায় এলো। একটুও ভেবে লিখিনি জানো!!! কেমন কর যেন লেখা হয়ে গেল। তাহলে ভালো হয়েছে বলছ?