আল ইমরান
একটা কবিতা লিখব বলে
কবিতার খাতা নিয়ে বসি,
মনের ভিতর উঁকি দিয়ে দেখি
ভেতরটা শুন্য, অন্ধকার আর নিরুত্তর,
ভেবে ভেবে ভাবনার ছেঁড়া সুতো নিয়ে
আরও বেশি ভাবনায় ডুবে যাওয়া
আস্তে আস্তে তন্য তন্য করে খুঁজে ফেরা
শব্দরা ডুবে আছে সেই নিস্তব্ধ অন্ধকারে।
তোমাকে ভাবার চেষ্টা করলাম বেশ করে
তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার নৈরাজ্য
যেন ভাবনাকে আরো বেশি ধোঁয়াটে করে।
তুমিও যেন আমার নিরবতা নিয়ে মেতে আছ
মেতে আছ উৎসবমুখর নৈরাজ্যে।
ভাবতে ভাবতেই দুচোখে ভর করে ঘুম,
যেন ঘুমাইনা কত সহস্র বছর ধরে।
আলতো করে বন্ধ দুচোখের ক্যানভাসে
জল রঙ্গে মনের তুলিতে আঁচড় কাঁটি,
শত চেস্টাতেও ফোটেনা কোন অবয়ব
ঘিরে ধরে ক্লান্তি, ধ্যানমগ্নতা থেকে গভীর ঘুমে
নিজেকে সঁপে দিয়ে হই নিথর, নির্বাক
শুন্য থাকে আমার শখের কবিতার খেরোখাতা।
একটা কবিতা লিখব বলে
কবিতার খাতা নিয়ে বসি,
মনের ভিতর উঁকি দিয়ে দেখি
ভেতরটা শুন্য, অন্ধকার আর নিরুত্তর,
ভেবে ভেবে ভাবনার ছেঁড়া সুতো নিয়ে
আরও বেশি ভাবনায় ডুবে যাওয়া
আস্তে আস্তে তন্য তন্য করে খুঁজে ফেরা
শব্দরা ডুবে আছে সেই নিস্তব্ধ অন্ধকারে।
তোমাকে ভাবার চেষ্টা করলাম বেশ করে
তোমার চোখ, তোমার ঠোঁট, তোমার নৈরাজ্য
যেন ভাবনাকে আরো বেশি ধোঁয়াটে করে।
তুমিও যেন আমার নিরবতা নিয়ে মেতে আছ
মেতে আছ উৎসবমুখর নৈরাজ্যে।
ভাবতে ভাবতেই দুচোখে ভর করে ঘুম,
যেন ঘুমাইনা কত সহস্র বছর ধরে।
আলতো করে বন্ধ দুচোখের ক্যানভাসে
জল রঙ্গে মনের তুলিতে আঁচড় কাঁটি,
শত চেস্টাতেও ফোটেনা কোন অবয়ব
ঘিরে ধরে ক্লান্তি, ধ্যানমগ্নতা থেকে গভীর ঘুমে
নিজেকে সঁপে দিয়ে হই নিথর, নির্বাক
শুন্য থাকে আমার শখের কবিতার খেরোখাতা।
6 comments:
খুব ভালো লাগলো।
ধন্যবাদ দাদা।
ধীরে তুমি কবিতার কাছে এসে দাঁড়াচ্ছ... নাকি কবিতাই বাড়াচ্ছে দু'হাত- জানিনা, শুধু জানি বেশ লিখছ আজকাল।
তোমাদের দেখে উত্সাহ পাচ্ছি, আবার মন দেব মনফসল-এ... মাঝে বড় বিরক্ত ছিলাম, সবাই পড়াতে চায়, কজন যে পড়ে...
কি যে বলো দিদি। আমি একটু লেখার চেষ্টা করি আর কি। ভালো ভালো কবিদের কবিতা পড়ে বোঝার চেস্টা করি।
এইটাই তো প্রবলেম। সবাই পড়াতে চায়। পড়তে চায় না।
Post a Comment