Sunday 26 October 2014

                                    প্রবাসী- তোর জন্মদিনে
                                       মঞ্জুশ্রী রায়চৌধুরী

বাবু,
তোর গন্ধ দুনিয়া জুড়ে
আমার চোখের তারায়-
নাড়ির গোড়ায়,
আকাশ পাতাল ও’ঘর...
আমার ব্যপ্ত দিন- অব্যবস্থ পিছুটানের
ঘেন্না ভালবাসায়
জাপ্টে আছে নির্ঘুম লেখাপত্রের
রাত্রিযাপনের পরতে।

এমনি করে মনে পরতেই হবে
এ’ দায় নিয়েছে পাড়া-
দায় নিয়েছে পাড়া-জোড়া ফোটা ফুলের দল
তাদের উপচানো সৌরভে মাতাল
আহ্লাদী শরত্ হাওয়া।

তুই ভুললে আমাকেও ভুলতে হয়
এটা বিধি বলে
তোর অংশ্যমান আমায় অন্যমনা করুক
এটা অভিমান বলে
লক্ষী-বোধন ক্ষণে
তাই ধনে যেতে চাই মন ভুলে
তবু তোর আসা
বাতাসে গন্ধ শরীরের।

দ্বন্দ্ব এলে আসুক-
ধন্ধের জন্য কোল পাতা আছে
পোড়াব সুধা জ্বেলে-
শুধু অপার গন্ধ যাক

কিন্তু ছাতিমফুল কি বোঝে অতশত?
কোথায় বিক্ষত আমি কোথায় স্নেহ-নত!
গবাক্ষ থেকে গগন অবধি উল্লাস তার,
সন্ধ্যা হতেই শুরু আলাপন
গন্ধ উড়িয়ে বাবুকে জড়িয়ে স্মরণ

এই বরণ থেকে
জানিনা কি চায় আকাশ
কি চায় সুরভি
এই স্নিগ্ধতা আমার আশ্রয় নাকি হরণ!
শুধু জানি
রাত্রির কাছে বাঁধা পড়ে গেছে
দিনের ধীর সরণ।
..........................

অংশ্যমান: যা বিভাজিত হচ্ছে






No comments: