Sunday 22 February 2015

শুশুনিয়ার ভিডিও


https://www.youtube.com/watch?v=n4o_kDp8-hc

ডিসেম্বরের শেষ, গেলাম বাঁকুড়ায়। সি.আর.সির ছাত্র তরুণ থাকে। ডাকাডাকি বহুদিনের। ভাবভঙ্গী যেন জেলাটি সোনা-রূপো-তামায় মোড়া। দৌড়য় খালি দৌড়য়, ছাড়েনা- পারলে এলতলাতে বেলতলাতেও নিয়ে যায়। হতেই পারে, সদ্য গাড়ি কিনেছে কিনা... জোশ একদম টগবগাচ্ছে। তা সেদিন যখন শুশুনিয়ায় পৌঁছলাম তখন গোধূলীর রঙ উড়ছে বনে আর বাস্তব প্রয়োজন অন্য কথা বলিয়ে নিচ্ছে। হাতে ছিল ক্যামেরা- স্যাটাক্ করে সেটাই...

আরেকটা কথা। এই ভোটকা-মোটা গলার আওয়াজে চমকে যাবার কিচ্ছু নেই- ওটা আমারই। তবে সত্যি বলছি, এখন আমি একটু সরুপানা। ফিরে এসেই থাইরয়েডের চিকিত্সায় গেছি কিনা...

No comments: