মঞজুশ্রী রায়চৌধুরী
নিয়ে দৌড়েছি দিন ‘দারিংবাড়ি’
রঙ উড়েছে মনে সবুজ বনের
বৃষ্টিবৃক্ষে হাত পেতেছি যত।
আকাশ ছিল আবছায়াতে আঁকা-
ভিতরপুরের অঝোর অভিলাষা
স্বপ্নস্বপ্ন চাঁদ হয়েছে তত।
রঙ উড়েছে মনে সবুজ বনের
বৃষ্টিবৃক্ষে হাত পেতেছি যত।
আকাশ ছিল আবছায়াতে আঁকা-
ভিতরপুরের অঝোর অভিলাষা
স্বপ্নস্বপ্ন চাঁদ হয়েছে তত।
ম্যাগনেটিক হিল| লাডাকে দেখেছিলাম তারপর এখানে... 'দারিংবাড়ি'তে|
প্যাঁকাটির পোজ
হাটের পথে ‘কাঞ্চাম্মা’। এই হাসিটা যে কবে হাসতে পারব!!!!!!!
![]() |
কফিবাগানে কালোবরণী |
ঘুর্ণিপাকে নদী

কে কাকে কি বলছে কেজানে। কিংবা ছাগলা শেখাচ্ছে‘ব্যা’ সঙ্গীত, আর সঙ্গীতকার ব্যস্ত তালিমে|
লাভার্স প্যারাডাইস
জঙ্গলে...‘পুতুদি’ ঝর্ণাধারায়|
আহ্লাদী এমু
প্রাণের চাষ… এমু|
মালী, বনমালী ও খলবলূূি
, ডিম| এমুপাখীর ডিম| দেখার জন্য দশটাকা আর ভাঙলে নেবে সাড়ে বারোশো|
জঙ্গল, পুতুদি নদী ও আমরা ন’জন (সঙ্গীতকার ছবি তুলছেন)
ক্যামেরাওম্যান
নাকফুলে ‘কাঞ্চাম্মা’
শিশু ভোলানাথ
কফি আর গোলমরিচের চাষ হয় এই বাগানে
পাশ ফিরে সুধী
No comments:
Post a Comment