Sunday, 24 April 2011

প্রশ্ন

হোম পেজে যে লেখা রাখছি, কম্প্যুটার তার তারিখ বা সময় ঠিকঠাক দেখাচ্ছে না। লেখা পোস্ট করার সময়, পোস্ট অপশনে গেলে 'সেট ডেট এ্যান্ড টাইম' অপশন পাচ্ছি। কিন্তু সেট করলেও বলছে 'ইললিগাল।' গল্প, কবিতা, আঁকিবুকি, আড্ডা.... ইত্যাদি যে ট্যাগগুলো বানিয়েছি, সেখানে আমায় ম্যানুয়ালী তারিখ, সময় বসাতে লাগছে। এমন কি কমেন্টও প্রায় বারো ঘন্টা পিছনের সময় দেখাচ্ছে। কেন?  কেউ কি হেল্প করতে পারো? যেমন আজ তারিখ 24.04.11 ও এখন সময় সকাল 10.00 এ.এম। অথচ কম্প্যু দেখাচ্ছে.....

No comments: