Saturday 16 April 2011

কবিতা- জীবন সরিয়ে রেখে

জীবন সরিয়ে রেখে

তিতাস বেরা

ঝড় জল হীন কোন গোলকের ভেতর দিয়ে হেঁটে যাও তুমি,
নিঃশব্দে, পায়ে পায়ে, মাথা নীচু উদাসীন স্বর্ণপ্রতিমা।
আবরণ সরাতে সরাতে উলঙ্গ পিকাসোর মতো তোমায় দেখি,
নির্বোধ গাণিতিক কম্পোজিশন শেষে
শূন্যতা পড়ে থাকে।

পূতিগন্ধময় জিনের মাপা শৃঙ্খল বহন করে যখন ক্রমশঃ গাধা,
কিছু বিক্ষিপ্ত সস্তা অজুহাত যখন আঁচড় কামড় কাটে,
ম্যানিফোল্ড জুড়ে, পড়ে থাকে একান্ত অযাচিত, অগোছালো বোধ

ঝড় জল হীন কোন গোলকের ভেতর দিয়ে হেঁটে যাও তুমি,
নিঃশব্দে, তাড়া করে, কবেকার ননডিটারমিনিস্টিক রোদ।

1 comment:

riddhyg said...

Titasda this is a fantastic approach!!!!!!!!!!!I like it.