স্বপ্ন 4
মঞ্জুশ্রী রায়চৌধুরী 18.06.11, দুপুর পৌনে একটা
খুব বাজে, খুব বাজে। অবিশ্বাসী যে মানুষটার স্বার্থ সচেতন আচরণের জন্য বেঁচে মরে আছি, সে বোকা আজ স্বপ্বে হাজির ছিল একই মারণ অস্ত্র নিয়ে। শয়তানকে আমি সইতে পারিনা, না বাস্তব পৃথিবীতে না স্বপ্নে- বাধ্য হয়ে চলি। কেউ জানে না এই চলা, যে ঘৃণা ও মারায় প্রতিনিয়ত নিয়ে চলেছে তার ক্ষয় কতদূর, কষ্ট কতখানি। একে তো দায় বইছি, তায় বোঝার ওপর শাকের আঁটির মতন স্বপ্নেও গন্ধগি হাজির। সকাল হল নর্দমার পাশে ঘুম ভেঙে।
সত্যি আমি ঈশ্বরের অপ্রিয় সন্তান.... না হলে এ’ভাবে তিনি মারেন? স্বপ্নে-জাগরণে?
দূর হ কদাকার জন, দূর হ নষ্টস্বপ্ন।
1 comment:
তোমার ব্যাথা বুঝলাম, সমব্যাথী হলাম। তাড়াতাড়ি ভাল স্বপ্ন আসুক।
Post a Comment