এসো গপ্প করি, গপ্প লিখি, স্বপ্ন দেখি, আড্ডা দিই।
বাহ্ সৃজন, লেন্সের চোখ দিয়ে দেখা তোমার সৃজনপটুতায় মুগ্ধ হয়ে গেলাম। প্রথম ছবিতে যদি বটের শাখা-প্রশাখা বেয়ে সন্ধ্যা নামার উদ্যোগ তো দ্বিতীয়তে দিন শেষের আনন্দালোক মেখে মেঘেদের ঘর পানে পাড়ি... অসাধারণ। ক্যামেরা কি তোমার সর্বক্ষণের নিত্যসঙ্গী সৃজন? বৌ রেগে যায়না তো.... পাগলের পাল্লায় পড়েছি বলে পা ছড়িয়ে কাঁদে না তো। যদি তাই, তাহলে তেমন ছবিও একটা আপলোড কোরো।
দুর্দান্ত গোধুলী
Post a Comment
2 comments:
বাহ্ সৃজন, লেন্সের চোখ দিয়ে দেখা তোমার সৃজনপটুতায় মুগ্ধ হয়ে গেলাম। প্রথম ছবিতে যদি বটের শাখা-প্রশাখা বেয়ে সন্ধ্যা নামার উদ্যোগ তো দ্বিতীয়তে দিন শেষের আনন্দালোক মেখে মেঘেদের ঘর পানে পাড়ি...
অসাধারণ।
ক্যামেরা কি তোমার সর্বক্ষণের নিত্যসঙ্গী সৃজন? বৌ রেগে যায়না তো.... পাগলের পাল্লায় পড়েছি বলে পা ছড়িয়ে কাঁদে না তো। যদি তাই, তাহলে তেমন ছবিও একটা আপলোড কোরো।
দুর্দান্ত গোধুলী
Post a Comment