Friday 3 June 2011

সহজ দিনের ডাক


2.08.09 -তে সৃষ্টি ই-পত্রিকাতে প্রকাশিত কবিতা

মঞ্জুশ্রী রায়চৌধুরী

যতদিন অচেনা ছিল সে,
সুখেই ছিলি তুই
নে স্বাদ নে সেই দিনটার আজ
শিশুসময় কি দিয়েছে, কিশোরীকাল,
যৌবন ভরা কোটাল ছিল কি না
তার খাঁজ-ভাঁজ-আড়াল
খুব দরকার জানার?
যদি মুচমুচ করে ভেঙে গুঁড়িয়ে পড়ে,
কি হবে তখন?
অনেকদিনের না খোলা তোরঙ্গের তলা খুঁজে
পেয়ে যাওয়া জাঁতি, পাঁজী
অথবা ব্রতকথা যেমন........

আজকের ভাঙন ভুলতে চাস্ তো    
পিছনের থেকে মুখ ফেরা
কোল পেতেছি মেয়ে
আয় শো
বিশ্বজোড়া একই হাওয়ার
একই চেনা স্বাদ
সেই স্বাদ চাখবি,
সেই হাওয়া মাখবি গায়,
আর একার পৃথিবী
আরো একায় নেবেনা তোকে,
তা কখনো হয?
সুর সাধলি, গান বাঁধলি,
উড়াল নিলি আকাশ আঙিনায় -
ক্ষত বইবি না বুকে
তা কি করে হয়?
পিছন ভুলে সামনে তাকা মেয়ে
হাত বুলিয়ে দিই ভাঙাচোরায়
বেতালা দিন, বাতিল ভালবাসা,
কেন খুঁজিস, কেন জ্বলিস,
অনায্যতা অঢেল লেনাদেনায়
ফড়িং রাতটা ফিকে হবার আগে
হাত বুলিয়ে দিই আয়-
ঋদ্ধ তাতাপোড়ায়
আগুন-ফাগুন স্বপ্ন উড়ুক, পুড়ুক
এক চিলতে নে ঘুমিযে মেয়ে,
আকাশ জোড়া কোল পেতেছি  
আয়,
আয় কাছে আয় শো

2 comments:

nilakash said...

সুর সাধলি, গান বাঁধলি,
উড়াল নিলি আকাশ আঙিনায় -
ক্ষত বইবি না বুকে
তা কি করে হয়?

দুরন্ত বলেছ,হক কথার এক কথা।

chandan roy choudhury said...

খুব ভাল লাগল।