Saturday, 4 June 2011

Ganga

4 comments:

Unknown said...

বাহ্ সৃজন, তুমি কি শেষে ফোটোগ্রাফার হবার ইচ্ছে পুষছো মনে! মুগ্ধ হয়ে গেলাম। এবার থেকে একটা সুন্দর ট্যাগলাইন দিও। শুধু 'গঙ্গা'য় তোমার মনের ছবি ফোটে না।

Mon.Esprit said...

একটা ছবি কিন্তু শুধু বিষয়বস্তু বা রঙের বৈচিত্রের জন্য ভালো হয়ে ওঠে না। ফ্রেমটার উপরে অনেকাংশের নির্ভর করে। এই ছবিটিতে এক্কেবারে সঠিক ফ্রেমে ধরা পড়েছে বলে আমার মনে হচ্ছে না।

Unknown said...

কি জানি অভ্র, ও'সব তোমাদের ফোটোগ্রাফারী কারুকৃতি। আমার সাদামাটা চোখ তো দিব্যি দেখাল। তবে এটা ঠিক যে জোরদার জায়গাটার অভাব তুমি টোর পাচ্ছ অভ্র, তা তৈরী হলে হয়তো আরো ভাল হত।

Ebar Amar Byaktikathan-

Dekhechho Srijan, dekhechho Avro... kemon 'shyamo rakhi kulo rakhi' comment korte sikhe gechhi.....

srijan kundu said...

অভ্রদা,
ফ্রেমটা একটু আনকমন , হয়ত ব্রিজের আলো জ্বললে এটাই অনেক ভাল লাগত।

মণ্জুদি ,
পরেরবার থেকে ভাল ট্যাগলাইন দেওয়ার চেষ্টা করব :)