Sunday, 3 July 2011

তুমি এলে কেন??




বিদ্যুৎ বিহীন মনের অন্ধকার এ ছোট্ট কুটিরে 
তোমার আকস্মিক অনুপ্রবেশ,
 যেন ঘন কালো মেঘের বুক চিরে উদিয়মান কোন সূর্য
অথবা রাতের আধারে জেগে উঠা চাঁদের জোছনার মতো ।
বা অ্যামাজনের গহীনে,
যেখানে পড়েনি আজো কোন মানুষের পদচিহ্ন।
মানুষের নিঃশ্বাস যেখানে শ্বাপদের রক্তে ধরায় আগুন
সেখানে গড়ে উঠা যেন কোন বসতি
অথবা ভোরের শিশিরস্নাত শুভ্র আকাশ 
এবং শেষ বিকেলের রোদেলা আলো
এ দুইএর মিস্রিত অনুভূতি
এতো তীব্র ভাবে কেন আপ্লুত করলে আমায় ??
এমন করেই থেকো, আজীবন, 
এই ছোট্ট বুকের বিশাল অন্তরে ।।

2 comments:

Unknown said...

তোমার অন্তর থেকে উত্সারিত কথা তো, তাই শুনতে বা পড়তে ভারি ভাল। তোমার বৌএর ছবিটা কি তোমার তোলা? একদম ঝক্কাস লাগছে। যতই হোক্ ডান্সার তো, দাঁড়াবার বিভঙ্গই তা জানান দিচ্ছে। বেশ ভাল।

আল ইমরান said...

না দিদি আমার তোলা না। এটা বাংলাদেশের বিশিষ্ট ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ এর তোলা।

আমার লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম।