Saturday 2 July 2011

কবিতাল্প


ভরা
মঞ্জুশ্রী রায়চৌধুরী

অনুগল্পর মতই এই ছোট-ছোট কবিতাল্প। এগুলির বিশেষত্ব এই যে ভরে ওঠা-কে মুখ্যতায় রেখে এগুলিকে তৈরীর চেষ্টা।

1. 

নদীর রঙে
মনের ঘর
মনের ঘরে নদী
ভরেই যদি ওঠে-
ভোরেরবেলা সন্ধ্যাতারা ফোটে।

2.  

গিয়েছি বাজারে
কী দিয়ে ভরাব থলি?
আম-আমড়া-আমসত্ব
খেলাম, পেলাম
অনিত্যের ঘ্রাণ
পয়সা ব্যাগে থাক
স্যুট্....
পেরিয়ে গেলুম গলি।

3. 

ভরা ঘটের মত
আনন্দিত-
যেদিন ছিল মাতাল
সেদিন যদি উবজে কাছে আসে-
আবার আমি আম্রশাখা হব-
হলই বা দিন
পশ্চিমাকাশ গামী।

4.

সবুজ পাখী,
লালচে রঙা প্রজাপতি
শিশির ভেজা ধানের কচি ডগা-
ঝিমদুপুরে ঘুঘুর কুবুকুব্....
ব্যস্।
আমার কামকাজ সারা-
ভাবুক যারা
টুকুতেই উঠলো ভরে তারা।

5. 

ভরা মন
ভরা দুঃখ
ভরা আকাশ
ভরা সুখও
নিয়ে সন্ধ্যা
সুরা গন্ধা
ছিল তার
ও আমার।

ভুল মুছতে
আলো খুঁজতে
ছিল এতোল
মিঠা বেতোল
ছিল মান
অভিমান-
ছিল স্নান-
অম্লান-

আলো ছুঁয়েছি
সুখ রুয়েছি
ব্যাথাট্যাথা ক্ষীণ
বাজে মনোবীণ
তাই দিনভোর
স্বপনের ঘোর
প্রাণে গান
সুধা পান।
*****

6 comments:

nilakash said...

তোমার ভরে ওঠায় দিদি আমিও ভরে উঠি।।

আল ইমরান said...

কি একটা যেন মনে করিয়ে দিলে।
দারুন..........

chandan roy choudhury said...

'আবার আমি আম্রশাখা হব....' বাহ্, ভাবনার গতিপ্রকৃতি বা রূপকের ব্যবহার বেশ ভাল।

Asim said...

মন ভরে গেল দিদি। সবচেয়ে ভাল লাগল ৫ নং টা।

তিতাস বেরা said...

১ ২ ৩ খুবই ভালো, ছন্দ নিয়ে খেলা তোমার সহজাত। কিন্ত্উ ৪ ও ৫ এ মন ভরলো না। একটানা পড়ে গেলাম বলেই কি?

joymala said...

mam, jiboner choto-choto bhabna gulo ek-ghore hoe porechilo kothao ekta, arale...abohelae..
tomar 'kobitalpo' tader abar sohoj kre dilo sobar kache..