এসো গপ্প করি, গপ্প লিখি, স্বপ্ন দেখি, আড্ডা দিই।
আন্দামানের রস দ্বীপের ছবি
এ যেন বাস্তবের পৃথিবী নয়... স্বর্গের ছবি। চর্মচক্ষে তুমি এমনটাই দেখেছ... ছবি তুলেছ...বিশ্বাসই হচ্ছেনা। চারিধারে এই লাল ব্যাপারটা কি গো?
আমি মঞ্জুদির সঙ্গে একমত.... স্বর্গ লাগছে।
সমুদ্র থেোকে চোখ ফেরাতে পারছি না। তটের জিনিসগুলো কি? আমারও খুব কৌতুহল।
এই রঙিন পাথরগুলো বঙ্গোপসাগর থেকে উঠে আসা নুড়ি, পাথর, প্রবাল . জায়গাটা সত্তিই স্বর্গের মতন :)
সৃজন, এ তো স্রেফ পাগলা করে দেওয়া ছবি।
ছবিটা কি একটু edit করা হয়েছে? একটু কৃত্রিম লাগছে। আমি ছবি বিশারদ নই। দেখে যা মনে হল বলে ফেললাম।
Post a Comment
6 comments:
এ যেন বাস্তবের পৃথিবী নয়... স্বর্গের ছবি। চর্মচক্ষে তুমি এমনটাই দেখেছ... ছবি তুলেছ...বিশ্বাসই হচ্ছেনা। চারিধারে এই লাল ব্যাপারটা কি গো?
আমি মঞ্জুদির সঙ্গে একমত.... স্বর্গ লাগছে।
সমুদ্র থেোকে চোখ ফেরাতে পারছি না। তটের জিনিসগুলো কি? আমারও খুব কৌতুহল।
এই রঙিন পাথরগুলো বঙ্গোপসাগর থেকে উঠে আসা নুড়ি, পাথর, প্রবাল . জায়গাটা সত্তিই স্বর্গের মতন :)
সৃজন, এ তো স্রেফ পাগলা করে দেওয়া ছবি।
ছবিটা কি একটু edit করা হয়েছে? একটু কৃত্রিম লাগছে। আমি ছবি বিশারদ নই। দেখে যা মনে হল বলে ফেললাম।
Post a Comment