Friday, 15 July 2011

সবুজ দ্বীপে

Ross Islands dead corals by srijankundu
Ross Islands dead corals, a photo by srijankundu on Flickr.

আন্দামানের রস দ্বীপের ছবি

6 comments:

Unknown said...

এ যেন বাস্তবের পৃথিবী নয়... স্বর্গের ছবি। চর্মচক্ষে তুমি এমনটাই দেখেছ... ছবি তুলেছ...বিশ্বাসই হচ্ছেনা। চারিধারে এই লাল ব্যাপারটা কি গো?

Asim said...

আমি মঞ্জুদির সঙ্গে একমত.... স্বর্গ লাগছে।

nilakash said...

সমুদ্র থেোকে চোখ ফেরাতে পারছি না। তটের জিনিসগুলো কি? আমারও খুব কৌতুহল।

srijan kundu said...

এই রঙিন পাথরগুলো বঙ্গোপসাগর থেকে উঠে আসা নুড়ি, পাথর, প্রবাল . জায়গাটা সত্তিই স্বর্গের মতন :)

মেঘ said...

সৃজন, এ তো স্রেফ পাগলা করে দেওয়া ছবি।

অধরামাধুরী said...

ছবিটা কি একটু edit করা হয়েছে? একটু কৃত্রিম লাগছে। আমি ছবি বিশারদ নই। দেখে যা মনে হল বলে ফেললাম।