প্রিয় অলোকদা,
'লিখতে পারিনা' বলেও, আপনি ‘রোজনামচা’ বিভাগের মন্তব্যঘরে যা লিখেছেন, তা'তেই আপনার কৌতুকী মনোভঙ্গীর পরিচয় পাচ্ছি বেশ। বিশেষতঃ মুখোমিষ্টি কমার সঙ্গে যেখানে রক্তে শর্করা উপস্থিতির উপমা দিলেন। এই লেখাটা ওখানেই রাখতে পারতাম, কিন্তু কোন কারণে ‘রোজনামচা’য় মন্তব্য করলে ‘রিসেন্ট কমেন্টস’-র কলাম তার এ্যাকটিভিটি থামিয়ে দিচ্ছে, তাই এই আলাদা পোস্ট।
যাই হোক্, আমি এই ব্যাপারটা নিয়ে অসম্ভব
উত্সাহী হলাম দাদা এই কারণে যে নিজস্ব যে ছন্দ মানুষের ছিল, তাকে SVYASA ভিন্ন ছাঁদে নিয়েও
কি করে তার মন পেল বা সবার পছন্দের জায়গায় গেল। এখানে
জানতে চাই, বিশেষত্ব তাদের ছিল না আপনি বদলাবেন বলে প্রস্তুতি ছিল
আগেই? এটা
কী SVYASA
ক্ষমতা না আপনার অক্ষমতা?
যদি সত্যিই স্ট্রেসকে ম্যানাজ করা যায়, তাহলে তো জয়ী হওয়া
শুধু সময়ের অপেক্ষা। আমার জানার ভীষণ
ইচ্ছে যে- যে মানুষ সিগারেট ছাড়া পারেনা, ননভেজ ছাড়া জিভে রোচেনা,
দেরীতে শুয়েও তাড়াতাড়ি জাগতে পারেনা, তাকে
সপ্তাহান্তিক চেষ্টায় সত্যি জাগানো গেল?
আপনি লিখেছেন 'কাট অফ ফ্রম দ্য ওয়ার্ল্ড।' তা এই অবস্থাটা মানুষের শান্তির জন্য কাম্য একটা ইউনিক অবস্থান। কিন্তু শিবির ছেড়ে ঘরে ফিরতেই যদি 'পাপ' ফের ঝাঁপিয়ে পড়ে কাঁধে, তাহলে ক'দিনের ঐ শান্তি শুধু স্বপ্ন হয়েই রয়ে যাবে না তো? এটাই কি উদ্দেশ্য SVYASA-র, না বেঁচে থাকা বাকী জীবনটার দিকে যাতে সদর্থক ইতিবাচক দৃষ্টিতে চাইতে পারি, সেটাই তৈরী করে দেওয়া?
এখনো আপনার দেওয়া ঐ লিংক-এ আমার যাওযা হয়নি। যাই, হয়তো কিছু উত্তর পাব। পারলে আপনিও কিছু লিখতে পারেন। খুব ভাল লাগল এই অন্যধরণের খবর।
আপনি লিখেছেন 'কাট অফ ফ্রম দ্য ওয়ার্ল্ড।' তা এই অবস্থাটা মানুষের শান্তির জন্য কাম্য একটা ইউনিক অবস্থান। কিন্তু শিবির ছেড়ে ঘরে ফিরতেই যদি 'পাপ' ফের ঝাঁপিয়ে পড়ে কাঁধে, তাহলে ক'দিনের ঐ শান্তি শুধু স্বপ্ন হয়েই রয়ে যাবে না তো? এটাই কি উদ্দেশ্য SVYASA-র, না বেঁচে থাকা বাকী জীবনটার দিকে যাতে সদর্থক ইতিবাচক দৃষ্টিতে চাইতে পারি, সেটাই তৈরী করে দেওয়া?
এখনো আপনার দেওয়া ঐ লিংক-এ আমার যাওযা হয়নি। যাই, হয়তো কিছু উত্তর পাব। পারলে আপনিও কিছু লিখতে পারেন। খুব ভাল লাগল এই অন্যধরণের খবর।
বিনীত
মঞ্জুশ্রী
রায়চৌধুরী
2 comments:
Tomar khola chithi-te tomar khola matamat porlam ebong pore khub bhalo laglo. Ebong oi reference orthat "Rojmamcha" porlam. alok-er lekha-te ami khub impressed ebong ami oi site visit korechi. Tomar proshner uttor-e ami boli je stress manage kora ja-y ebong eta khub easy kebol ektu ichhasokti dorkar. Tomar profession kintu khub stressful ebong tomar eta practice kora khub dorkar.Stress management-er upor amar nijer blog achhe. Link dilam ekbar dekhe nio http://mrinalkantipal.blogspot.com/2009/11/overcome-depression-without-medicine.html eta porar por jodi tumi interested hou tobe tomake ami ekta stress management course forward kore debo. Stress has now become a part and parcel of our life and it is necessary for everybody to practice some sort of stress management daily. Ami nije daily one hour meditaton kori ebong ami 24 ghonta fit thaki. Comment ektu lomba hoye gelo ektu dhairja dhore pore nio. from Mrinalkanti
কান্তিদাদা,
বাস্তব পৃথিবী ও ভার্চুয়াল দুনিয়ায় পড়ে থাকা জীবনকে দেখবার ভঙ্গীতে আমার বর্তমান যে প্রযত্ন বা পজিটিভ ভাইবকে আমার বোধীতে পৌঁছে নেওয়া শেখানোর যিনি প্রথম পুরোহিত, তিনি তো আপনি দাদা। সুতরাং আমি আপনার লিংক-এ গেছি বা না গেছি অপ্রাসঙ্গিক, আপনি ইমিডিয়েটলি ঐ কোর্সটা ফরোয়ার্ড করে দিন। জাতে মাতাল হলেও আমি তালে ঠিক আছি।
আর মেডিটেশন? ওর মর্ম আমার জানা আছে দাদা, কিন্তু যা জানা নেই, তা হল নিজের মর্ম। সময় নিয়ে যে কি খেলা করি... নানান ফালতু বাহানা, কাজের, নাচের, অকাজের। দিনের শেষে এবার শুতে যখন যাই, তখন অবনত চিত্ত এসে দাঁড়ায় নিজের কাছেই- ক্ষমা ঙিক্ষা নিয়ে। পরদিন ফের আগের দিনের পিছু হাঁটা, ফের সেই গত দিনের কপি এবং পেস্ট। এই অবস্থা থেকে মুক্তিটা আপাততঃ খুব জরুরী আমার। আমি অন্তর থেকে আমার প্রায়োরিটিকে মর্যাদা দিতে চাই, যা পারছি না- যা হারিয়েছি, হারাচ্ছি।
আর লম্বা মন্তব্যের জন্য কাঁচুমাচু হবার কারণ কি দাদা? একজন লেখকের তো এটা প্রধান প্রাপ্তি যে পাঠক কিছু বলবার মত কথা পেল, একশো ভাবনা তার উজিয়ে এল। যেমন এখন আমি। আপনার লেখা পড়ে শুরু করে থামতে পারছি না।
এরপর আর শুধু মন্তব্যে নয়, এই ঘরে আপনার পোস্ট চাই। দেবেন তো?
Post a Comment