Friday 5 August 2011

চিনেছি


মঞ্জুশ্রী রায়চৌধুরী

 

চিনি চিনি আমি সম্পর্ককে চিনি।

আঘাত করেছ, চলে গেছি বহুদিনই।

চিনি চিনি আমি সম্পর্ককে চিনি।

বকেছ উদোম ছেডে গেছি হারামণি।

অথচ চেয়েছ যখন যে সহযোগে

ফিরেছি দিয়েছি তুলে বুকে সুখখানি।

5 comments:

nilakash said...

খুব ভাল লাগল মঞ্জুদি। এটা সম্পর্কের ক্ষেত্রে আপ্তবাক্য হিসেবেও চলতে পারে।

আল ইমরান said...

বুঝি বুঝি সবি বুঝি
বুঝেনা হৃদয়,
আমারই সাথে কেন
এমনও হয়।।

ভালো লাগলো দিদি।

Unknown said...

নীলাকাশ ও ইমরান, তোমাদের দুজনকেই আমার অজস্র ধন্যবাদ।

নীলাকাশের কথা মত আমরা নামী-দামীদের অন্যকিছু পড়বার একশো অপশন থাকা স্বত্বেও এই যে পড়ছি, বলছি তাই ঢের। তুমি একদম ঠিক না বললেও অনেকাংশেই সঠিক। এইসব জায়গায় নামী-দামীদের না পেলেও তুমি সমমনস্ক মানুষ ও তাদের আধুনিক ভাবনাবৃত্তের সঙ্গে নিজেকে জুড়তে পারছো, মতামতের মিল-অমিল থেকে নিজেকে পরিশীলন দেবার অবকাশও পাচ্ছে। এটা অবশ্যই প্লাস পয়েন্ট।

আর ইমরান, কবিতা পড়ে তোমার মধ্যে এই কাব্য-মন্তব্য উজিয়ে উঠল দেখে খুব খুশী হলাম।

Asim said...

বাঃ, এটা বেশী ভাল।

অলোক ভঞ্জ said...

সবাই যখন চিনি ছাড়ার কথা বলছে তুমি তখন চিনি চিনি করছো্...দেখো - সুগার লেভেল বেড়ে না যায়।
আসলে আমরা অনেক ক্ষেত্রেই যা চিনেছি বলে ভাবি তা হয়তো চেনা নয়, শুধই জানা...
চেনা জানা কথাগুলো একসঙ্গে ওঠা বসা করলেও চেনা আর জানার মধ্যে আসমান জমিন ফারাক...
কাউকে জানতে হলে তার সমন্ধে জানাটুকুই যথেষ্ট, কিন্তু অন্যকে চিনতে হলে নিজেকেও চিনতে হয়, চেনাতে হয় সেটাই বেশি কঠিন...তাইতো সারাজীবন একছাদের নীচে থেকেও অনেক সময় একে অন্যকে সঠিক চিনে উঠতে পারিনা।