Wednesday 17 August 2011

প্রতিক্ষণ উত্তরে

উৎসর্গ: দিদি শ্রীদর্শিনী চক্রবর্ত্তী

শুভ্রনীল সাগর
তোকে বলা যায় এসব কথা? এই ধুলো এই ধোঁয়া নদী হয়ে আমাদের মন। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো দুটো বাজতে এখনো দু মিনিট বাকি - যেতে চাও তো যাওয়া যাক রেল ছুঁয়ে মায়াজল মৈনাক সমাধি। দেখবে ঘুড়ির লেজটা লাল। তোকে চিনিনা বলেই বলছি বিজন বট - এখানে বেঁচে থাকা বড়জোর আলুসেদ্ধ মিহিন মৌনতা। তাও যদি জীবন হত কচ্ছপের পা, নটেগাছ মুড়োলেই পাওয়া যেত ত্রিতাল তিতির। তুই পারতিস এমন কাঠবাঁধাই রূপালী স্লেটের বোঝাপড়া? অথবা মন মৃদঙ্গের জামপাতা আড়াল...
পড়ন্ত পাতা হয়তো ভুলে যাবে বেলিফুল চাতাল....

10 comments:

আল ইমরান said...

"এখানে বেঁচে থাকা বড়জোর আলুসেদ্ধ মিহিন মৌনতা"

এক্কেবারে ঠিক।

Unknown said...

কবিতা নিয়ে তোমার প্রবেশকে স্বাগতম শুভ্রনীল।

এই লেখার মধ্যে তোমার আন্তরিকতার ছাপ খুব স্পষ্ট। তবু বলি... তোমার অনুভবের প্রতি একশো শতাংশ শ্রদ্ধা স্বত্বেও, বুঝতে পারিনি... বুঝতে চাইছি আপ্রাণ। অক্ষমতা আমারই। দেখি, পড়ব আরো ক'বার। এ'দিক থেকে তুমি জয়ী, মন টেনে রেখেছ জোরদার।

তবে দুর্দান্ত একটা লাইন তুমি লিখেছ ভাই- 'পড়ন্ত পাতা হয়তো ভুলে যাবে বেলিফুল চাতাল...'

nilakash said...

অনবরত ভাব থেকে অন্য ভাবে যাওয়া। সেই যাওয়া আবার খুব তাড়াতাড়ি ভাবনা বদলাচ্ছে বলে ধরতে সত্যিই একটু অসুবিধা হল। অন্যরকম।

chandan roy choudhury said...

'এই ধুলো এই ধোঁয়া নদী হয়ে আমাদের মন।' বেশ লাগল লাইনটা। কবিতা লেখার স্টাইলটাও অন্যরকম।

Asim said...

নাঃ, এই কবিতা আমার বোঝার বাইরে।

Unknown said...

ভাই শুভ্রনীল, তুমি লেখাটা রেখে যাবার পর আর এসেছ কি? এতগুলো মন্তব্যের প্রেক্ষিতে তোমার কিছু বলার নেই? অন্য লেখা পড়া, মন্তব্য করা, বলা... এগুলো দরকার। এরমধ্যে দিয়েই তো আমরা একে অন্যের সাথে আলোচনা চালাতে পারব, লেখাপত্র নিয়ে কে কি ভাবছি, সেই সংযোগ স্থাপনা হবে... তাই ইন্টারাকশনটা বোধবয় জরুরী। তাই না?

শুভ্রনীল সাগর said...

মঞ্জুশ্রী দি, বেশ কদিন অনলাইন আসা হয়নি। আজ এসেই এখানে এলাম। কবিতায় কথা হবে...

শুভ্রনীল সাগর said...

আল ইমরান, chandan roy choudhury,
আন্তরিক ধন্যবাদ জানবেন...

শুভ্রনীল সাগর said...

nilakash, Asim,
ধন্যবাদ জানবেন। ঠিক কিভাবে আমি আপনাদের না-বোঝা দূর করতে পারি...?

joymala said...

class er phake chuti peye ei kobitata porlam, khub onno rokom laglo. achcha,poronto pata bhule jabe emon ta tumi bujhle ki kore???