Monday, 3 October 2011

ভালবেসে ছুঁয়ে দাও হাত দুটি মোর


শত শত পথ, সাথে কত শত মত
এরই মাঝে চলে যায় জীবনেরই রথ।
ভুলগুলো শুধরে নিয়ে, কষ্ট গুলো ভুলে গিয়ে
থাকে সেথা মাঝে মাঝে ভাললাগা হাত
শুধু ভালবেসে ছুঁয়ে দাও হাত দুটি মোর
কেন হাত খানি ধরে থাক রাত্রি প্রহর।।

সূর্যকে সাথী করে, কখনও পথের পরে

যাও যদি ভুলে মোরে, মনে কোরো না।
রাত্রির আঁধারেতে, কষ্টময় বিদায়েতে
দু’ফোটা চোখের জলে, ধুয়ে ফেলো না।

মনে যদি পড়ে কভু, গুন গুলো ভেব শুধু

দোষ গুলো মনে করে কষ্ট পেয় না।
মনে মনে ভেবো শুধু, প্রানে প্রানে পেয়ে যাবে
কোথায় কেমন আছি সেই ঠিকানা।।

2 comments:

মঞ্জুশ্রী রাযচৌধুরী said...

Aal Imran, Nepal esechhi... berate. Anek koste ekhaner computer-e Bangla font instal kore porte parleo likhte parlam na. Any way... ei lekhata kobita na muktogadya tag karoni... tabe porte besh laglo. Tumi dhire-dhire antar-katha likhte besh caowkhos hoye utchho je,ta bolteti habe. Bhalo theko.

আল ইমরান said...

dhonnobad didi, kosto kore porar jonno.