Wednesday, 19 October 2011

ছোট্ট ভাবনা-১

তোমার জীবনের সমুদ্র পথে
আসবেই ডুবচর
তাই ল্যাম্পপোস্ট হতে চাইনা আমি
হতে চাই বাতিঘর।।

3 comments:

Unknown said...

তুমি প্রিয়জনের চোখের শুধু আলো নয়, হতে চাও দিশা... অনন্ত আত্মপোড়া দিশা।

ভারী ভাল লাগল রে ভাই। খুব তাড়াতাড়ি তুমি নিজেকে উন্নীত করছ যে, তা স্বীকার না করলেই নয়।

nilakash said...

কোন কথা হবেনা। ভাবনা 2-এর অপেক্ষায় রইলাম। তাড়াতাড়ি আসুক।

আল ইমরান said...

বিশ্বাস কর দিদি, শুধু তোমার এমন মন্তব্য পাব বলেই এখানে আসি বার বার।

@নীলাকাশঃ আপনাদের এমন উৎসাহ পেলে ভাবনা অবশ্যই আসবে।