Sunday, 30 October 2011

বড়ো করা







5 comments:

nilakash said...

হাঃ,হাঃ,হাঃ ‘প্রোলট্রি ফার্মের মত জনসংখ্যা বেড়েই চলেছে আর ব্রয়লার মুরগীর মত মানুষের দাম দিনদিন কমেই যাচ্ছে’ এটা ঠিক বুঝেছেন অলোকদা। বড় করা আর বড় হওয়ার মধ্যে বাস্তবিকই অনেক তফাত্। লেখাটা বেশ লিখেছেন। সুখপাঠ্য। এটা রম্যরচনা বলা যায়?

Unknown said...

ঠিক বলেছেন দাদা, জীবনে ধারদেনা ছাড়া আর কোন কিছুই বড় করা অত সহজ কাজ নয়। আপনার লেখার একটা বিশেষ স্টাইল আছে... নিজেকে নিয়ে ঠাট্টা ও সেই ফাঁকে বক্তব্যকে অনায়াসে তুলে ধরা বা যাত্যার্থ দেওয়া। এটি একেবারেই নিজস্ব স্টাইল... চাইলেও অন্যে পারবেনা। হাসির ছদ্মবেশ পরিয়ে এই ডাঁয়ে-বাঁয়ে চড় মারতে-মারতে লেখা এগিয়ে নিয়ে যাওয়াটা বেশ ডিফিকাল্ট। খানিকটা ঐ লয়-তালের মত। যার আছে আছে,যার নেই তো নেই।

Unknown said...

অলোকদা, একটা প্রশ্ন ছিল। তৃষিতার কিছু প্রকাশিত লেখা এখানে রাখতে চায়, কিন্তু আমার মত টাইপ করে দেবার মত অবকাশ নেই। চায় বইয়ের পাতা সরাসরি এখানে দিতে, যাতে ‘শো অরিজিনাল’ অপশনে গিয়ে লেখাটা ঠিকঠাক পড়া যায়। কি বলব ওকে? পাতাটা স্ক্যান করে রাখবে?

Aloke Bhanja said...

onake balo age pageta scan kore nite (minimum 300 dpi)...r fileta BMP image hisebe save korte...jpg file photor janyo chale kintu text er janyo bhalo noy, para jai na...tabe ekta single file jano 5MB ir niche thake.....

TRISHITA BANERJEE said...

দাদা,বলছিলাম যে আমার লেখা গুলি নেটে ও published আছে। লিঙ্ক দিয়ে দেওয়া যায় না?