এসো গপ্প করি, গপ্প লিখি, স্বপ্ন দেখি, আড্ডা দিই।
বেশ। চরণযুগল তৃষিতার না ফোটোগ্রাফি তৃষিতার?
দুটোই
আচ্ছা, এটা কি করে হল? তুমিই তুলছো তোমার ছবি তোমার উল্টোদিকে দাঁড়িয়ে!!!! ভয় পাচ্ছি... ইচ্ছাশক্তি লাগিয়ে ভুত বনেছিলে নাকি, ও’টুকুর জন্য? সে’জন্যই বোধহয় ঊচ্ছ্ল, এই সোনার কাঠি-রূপার কাঠি জল।
হাতে মোবাইল ছিল।উপর থেকে টুক করে তুলে ফেলার লোভ সামলাতে পারি নি গো।
Post a Comment
4 comments:
বেশ।
চরণযুগল তৃষিতার না ফোটোগ্রাফি তৃষিতার?
দুটোই
আচ্ছা, এটা কি করে হল? তুমিই তুলছো তোমার ছবি তোমার উল্টোদিকে দাঁড়িয়ে!!!! ভয় পাচ্ছি... ইচ্ছাশক্তি লাগিয়ে ভুত বনেছিলে নাকি, ও’টুকুর জন্য? সে’জন্যই বোধহয় ঊচ্ছ্ল, এই সোনার কাঠি-রূপার কাঠি জল।
হাতে মোবাইল ছিল।উপর থেকে টুক করে তুলে ফেলার লোভ সামলাতে পারি নি গো।
Post a Comment