Sunday 11 December 2011

নারী

নিজের আগুনে দগ্ধ হয় অরণী!

অগ্নিবর্ণ ধাতবের আদল
গনগনে কয়লার স্তূপে নাচে
হাওয়া দিলে কামারের হাপর
অন্তরীক্ষের ক্যানভাসে নক্ষত্রের ছাঁচে।

যদিও সমুদ্রসম্ভূতা
সন্তরণ শেখেনি অবাধ জলে অনায়াস
তীব্র আলিঙ্গনে টেনে নেয়
সমুদ্রের অতল অক্টোপাশ।

অভিজ্ঞা ফিস্ ফিস্ করে বলে-
ভালবাসা মানে একা হয়ে যাওয়া
আগ্নেয়গিরির অতল গহ্বরে হাবুডুবু খাওয়া

গোঁয়ারের মত তবু ভালবেসে ফেলি
পুরুষ কি জানে, আত্মহননের গোপন ইচ্ছে নিয়ে
পৃথিবীর উপকূলে বেড়ে ওঠে নারী?

6 comments:

Unknown said...

তোমার কবিতার একটা মুখ্য রূপ হল তাকে তোমার আপনার করে নিয়ে অন্যের করে তোলার মুন্সীয়ানায়।

তুমি যে'রকম লিখে থাক, তার থেকে এই 'নারী' কিছুটা অন্যরকম। অন্যরকম মানে যে শিরোনামে রেখেছ, তা দিয়ে এর পাঞ্চলাইন স্পষ্ট। আর পাক্কা লাগিয়েছ একটা বাক্য-'ভালোবাসা মানে একা হয়ে যাওয়া।'

আল ইমরান said...

আসলেই, আমরা তবুও গোঁয়ারের মত ভালবেসে ফেলি।
সুন্দর কবিতা।

Himadrisekhar said...

আমি গোঁয়ারই থাকতে চাই তবুও। একটাই তো জীবন। মাদ্রিদের বুল আমি।

চৈতী আহমেদ said...

আমি খুবই দুঃখিত কবিতাটির শেষ দুলাইন কিভাবে যেন হারিয়ে গিয়েছিলো। তবু যারা আমার কবিতা পড়ে মন্তব্য দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। শেষ লাইন দুটো জুড়ে দিয়েছি।

মঞ্জুশ্রী রাযচৌধুরী said...

শেষে জুড়ে দেওয়া ও'দুটো লাইন বাদেও কিন্তু কবিতাটি স্বয়ংসম্পূর্ণ ছিল চৈতী। এবার ওটা জোড়ায় কবিতা যে রঙে প্রতিভাত হয়েছিল, তার রঙ বদলালেও খুব কিছু হেরফের লাগেনি। তবে তোমার প্স্পষ্ট প্রশ্ন 'পুরুষ কি জানে, আত্মহননের গোপন ইচ্ছে নিয়ে/ পৃথিবীর উপকূলে বেড়ে ওঠে নারী?' পড়ে মনে হল বলি- হ্যাঁ, জানে, জানে। জেনেও পুরুষ থাকে না জানার ভানে।

মঞ্জুশ্রী রাযচৌধুরী said...

প্রিয় হিমাদ্রী, 'মাদ্রিদের বুল'...
তোমার মন্তব্য পড়ে খুব ভাল লেগেছে, না জানিয়ে পারলাম না ভাই।