Friday, 18 May 2012

ভাল থাকিস বন্ধু.....





হালিম,


আমি জানি এই চিঠি আমি কখনও পোস্ট করব না, তুই ও কোনদিন এই চিঠি পড়বি না। তবুও আজ কেন যেন তোকে চিঠি লিখতে বসে গেলাম। জানিনা কেন বসতেই হল.... 


তুই কি জানিস, আজ সেই ২০ই জুলাই? আজ থেকে ১০ বছর আগে এই রকম এক দিনের শেষে বর্ষণমুখর সন্ধ্যায় তুই চলে গিয়েছিলি। গিয়েছিলি চলে দূর অজানার পথে, আকাশের ঠিকানায়। যেখানে, যে পথে কেউ চলে গেলে আর কখনও ফিরে আসে না, আসতে পারে না। সেই না ফেরার দেশে বসে তুই কি দেখতে পাচ্ছিস আমাকে, এই পৃথিবীকে? এই নিষ্ঠুর, স্বার্থপর, কমার্শিয়াল পৃথিবীর কতজন তোকে মনে রেখেছে জানি না। শুধু জানি, মা, বাবার মনে আছে সন্তান হারানোর কষ্ট। তাদের চোখে আজো ঝরে কান্না শুধু তোকে মনে করে। জানি, সেই কান্না হার মানাবে পাহাড়ের কান্নাকে, আকাশের কান্না কেও।


অনেকদিন পর পুরনো ডাইরি ঘাঁটতে গিয়ে চোখে পড়ল তোর চলে যাওয়া এই দিনটি। মনে পড়ল তুই ছিলি আমাদেরই মাঝে, আমাদেরই একজন হয়ে। আমাদের মতই ছিলি উচ্ছল। গান লিখতি, কবিতা লিখতি, ছন্দ লিখতি। তোর মনে আছে, সেদিন তোর কবিতা শুনে সবার সে কি হাসাহাসি। তুই অভিমানে গাল ফুলিয়েছিলি, বলেছিলি, দেখিস তোদের ছেড়ে একদিন চলে যাব। বড্ড অভিমানী ছিলি তুই। তোর সেদিনের কথাটা আজো আমার কানে ভাসে। সেদিন বুঝতে পারিনি এতটাই আচমকা তুই আমাদের ছেড়ে চলে যাবি। কোনদিন বুঝতে পারিনি তোর মনে এই পৃথিবী একে দিয়েছে অনেক বেশি অভিমান। কেন, এমন করলি তুই? যাকে ভালবেসে, তুই চলে গেলি, তুই তো কোনদিন যানতেও পারলি না যে, সে সুখে আছে কি না..... 


যখন ফাঁসের দড়ি তোর গলায় জড়াচ্ছিলি, তখন কি তোর বাবা মায়ের হাসিমাখা মুখ তোর একবারও মনে পড়েনি, তোর বন্ধু দের ভালবাসা কি তোর কাছে অনেক কম পরে গিয়েছিল, তোর গান, কবিতা, ছন্দ কি তোকে আটকানোর চেষ্টা করেনি। তুই কি জানিস, তোর চলে যাওয়ার কথা শুনে আমরা যখন তোর বাসায় গেলাম তোকে শেষ দেখা দেখতে, সেদিন শিমু কি পরিমান কেঁদেছিল!! আমি তোর মুখের দিকে তাকাতে পারিনি। আমার পক্ষে সম্ভব হয়নি তোকে শেষ দেখার। তোর সাথের এই বন্ধুরা অনেকেই আজকে জীবনকে সাজিয়ে নিয়েছে। হয়ত তোর এতদিনে বিয়ে হত। সন্তানের বাবা ডাক শুনতি। আমার মেয়ে যখন আমাকে বাবা বলে ডাকে, তখন আমার যেমন লাগে, তোর ও কি তেমন লাগত? 


যখন খুব প্রিয় কেউ দূরে চলে যায়, তখন কেমন লাগে, সেটা তোকে আর বোঝানো সম্ভব না। তবে তোর কাছে আমার প্রশ্ন থাকবে আজীবন, তুই আসলে কি সুখে অকালে চলে গেলি? আমাদেরকেই বা কি সুখ দিলি? আজ তুই থাকলে হয়ত অভিমান করতি। কিন্তু বিশ্বাস কর বন্ধু স্মরণের ভাষা, চলে যাওয়ার ভাষা, হারানোর ভাষা ঠিক হয়ত এমনই হয়। আজ মন ভরে শুধু এতটুকু প্রার্থনা, যেখানেই থাকিস, ভালো থাকিস।


বন্ধু
আলইমরান


বিঃদ্রঃ গত ২০/৭/০২ সন্ধ্যা ৬ টায় আমার খুব প্রিয় একজন বন্ধু “হালিম” আত্মহত্যা করে। তাকে উদ্দেশ্য করেই লেখা।

2 comments:

Unknown said...

তোমার আবেগঘন ব্যক্তিকথন পড়লাম্, ব্যাথাও ছুঁতে পারলাম। তবে যে যায়, যখন যায়, তখন তার চতুর্দিকে সে নিজেরে ছাড়া কারুকে আর দেখতে পায়না আল ইমরান্। সে কারণেই কোন পিছুটান থেকেও থাকেনা... মস্তিষ্ক তার সম্পূর্ণতঃ দখল হয়ে যায়, পজিটিভ প্রেরণা হারায়।

আল ইমরান said...

সহমত।