এ সবই আমার তোলা, এই সব ফটো কোলাজ আমি নিজের তোলা ফটো দিয়েই করি.....ইচ্ছে আছে এই ধরণের ফটো কোলাজ এবং ক্যাপশন দিয়ে একটা বই বার করার, কারণ আমার বিশ্বাস ছবিও কথা বলে কবিতারই মতো, যে কথা তুমিও লিখেছ....তবে ব্যাপরটা অনেক খরচাবহুল তাই কতদুর কি করতে পারবো জানিনা, তবে চেষ্টা করবো....
ও, এ'গুলো কি তবে ডিজাটাল ক্যামেরায় তোলা নয়? এ' তো সত্যি ভারি খরচাবহুল! সত্যি কতজনের যে কত গুণবত্তা ছড়িয়ে আছে চতুর্দিকে... দেখি আর অবাক হই। এইরকম কত ছবি তো চোখের সামনে কতই ফুটে উঠছে, কিন্তু তেমন করে নজর ক'জনের পড়ে? কেউ ছবিটবি তুলে দেখিয়ে দিলে তখন বলি... 'তাইতো!!!'
আপনার এই অনবদ্য সৃষ্টিশীলতাকে অন্ততঃ জনসমক্ষে আনুন দাদা। অপেক্ষায় রইলাম।
এগুলো সবই ডিজিটাল ক্যামেরায় তোলা কিন্তু এগুলো যখন কালার ফটো প্রিন্ট করে বই বানাবো তখন প্রচুর খরচা, সাধারণ বইতে শুধু সাদাকালো লেখা থাকে তার প্রিন্টিং কস্ট অনেক কম। আসলে কবিতা, গল্প, সাহিত্য সবইতো কোন কিছুকে তুলে ধারা অন্যকে বোঝানো বা চোখে আঙ্গুল দিয়ে দেখানো, যেমনভাবে তুমি বনসাইকে দেখিয়েছিলে কবিতার মাধ্যমে, ফটোগ্রাফিও সেইরকমই একটা মাধ্যম। এই প্রস্তাবটা আমি অনেকের কাছ থেকে পেয়েছি কিন্তু শেষপর্যন্ত কতটা কি করতে পারবো জানিনা, আমাকে কেইবা স্পনসার করবে তাই পুরো ব্যাপারটা নিজেকেই করতে হবে যা বেশ খরচাসাপেক্ষ। ভাবলে হবে - খরচা আছে।
5 comments:
বাহ্, দারুণ, ছবির মধ্যে কত কথা, সঙ্গে সুন্দর ক্যাপশন। এটা কি আপনার তোলা?
এ সবই আমার তোলা, এই সব ফটো কোলাজ আমি নিজের তোলা ফটো দিয়েই করি.....ইচ্ছে আছে এই ধরণের ফটো কোলাজ এবং ক্যাপশন দিয়ে একটা বই বার করার, কারণ আমার বিশ্বাস ছবিও কথা বলে কবিতারই মতো, যে কথা তুমিও লিখেছ....তবে ব্যাপরটা অনেক খরচাবহুল তাই কতদুর কি করতে পারবো জানিনা, তবে চেষ্টা করবো....
ও, এ'গুলো কি তবে ডিজাটাল ক্যামেরায় তোলা নয়? এ' তো সত্যি ভারি খরচাবহুল! সত্যি কতজনের যে কত গুণবত্তা ছড়িয়ে আছে চতুর্দিকে... দেখি আর অবাক হই। এইরকম কত ছবি তো চোখের সামনে কতই ফুটে উঠছে, কিন্তু তেমন করে নজর ক'জনের পড়ে? কেউ ছবিটবি তুলে দেখিয়ে দিলে তখন বলি... 'তাইতো!!!'
আপনার এই অনবদ্য সৃষ্টিশীলতাকে অন্ততঃ জনসমক্ষে আনুন দাদা। অপেক্ষায় রইলাম।
এগুলো সবই ডিজিটাল ক্যামেরায় তোলা কিন্তু এগুলো যখন কালার ফটো প্রিন্ট করে বই বানাবো তখন প্রচুর খরচা, সাধারণ বইতে শুধু সাদাকালো লেখা থাকে তার প্রিন্টিং কস্ট অনেক কম। আসলে কবিতা, গল্প, সাহিত্য সবইতো কোন কিছুকে তুলে ধারা অন্যকে বোঝানো বা চোখে আঙ্গুল দিয়ে দেখানো, যেমনভাবে তুমি বনসাইকে দেখিয়েছিলে কবিতার মাধ্যমে, ফটোগ্রাফিও সেইরকমই একটা মাধ্যম।
এই প্রস্তাবটা আমি অনেকের কাছ থেকে পেয়েছি কিন্তু শেষপর্যন্ত কতটা কি করতে পারবো জানিনা, আমাকে কেইবা স্পনসার করবে তাই পুরো ব্যাপারটা নিজেকেই করতে হবে যা বেশ খরচাসাপেক্ষ।
ভাবলে হবে - খরচা আছে।
তা তো বুঝলাম,খরচা আছে। কিন্তু আপনি কেন করবেন? বেশ ক'টা ছবি ও তার ক্যাপশন নিয়ে কোনো প্রকাশনা সংস্থার কাছে গেলে হয়না?
Post a Comment